কোরআন হাফেজ সংবর্ধনা ও কুরআন বিতরণ করলো মাঝেরঘাটা পাঠাগার
নিজস্ব সংবাদদাতা
২৯ মার্চ, ২০২৫, 2:37 PM

নিজস্ব সংবাদদাতা
২৯ মার্চ, ২০২৫, 2:37 PM

কোরআন হাফেজ সংবর্ধনা ও কুরআন বিতরণ করলো মাঝেরঘাটা পাঠাগার
পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের ঐতিহ্যবাহি শিক্ষা, সা্ংস্কৃতিক প্রতিষ্টান মাঝেরঘাটা পাঠাগারের উদ্যোগে কোরআন হাফেজ সংবর্ধনা ও কুরআন বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। ২৭ রমজান শুক্রবার জুমার নামাজের পর পাঠাগার প্রাঙ্গনে সভাপতি সাংবাদিক রবিউল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষক সেলিম উদ্দীন, সাবেক কমিশনার ও রাজনীতিবিদ মোজাফফর আহমদ, পাঠাগারের সাবেক সভাপতি ও সমাজসেবক রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতি জয়নাল আবেদীন আয়াজ, পাঠাগারের সদস্য মুনছুর আলম, আলী হায়দার প্রমুখ।
অনুষ্টানে বক্তারা বলেন, কোরআন শিক্ষার পাশাপাশি কোরআনের সমাজ প্রতিষ্টায় সবার এগিয়ে আসা উচিত। কারণ কোরআন মাজিদে সকল সমস্যার সমাধান রয়েছে। কোরআনের দেখানো পথে রাষ্ট্র সমাজ পরিচালিত না হওয়ার ফলে নানা অসঙ্গতি দেখা যায়। কোরআন অনুযায়ী যদি সমাজ রাষ্ট্র পরিচালিত হয় তাহলে রাষ্ট্রে অপরাধ কমে যাবে, সুশাসন প্রতিষ্ঠা হবে, বৈষম্য দূর হবে। সর্বপরি ন্যয় ও ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র গঠনের জন্য কোরআনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।
শেষে হাফেজ ওমর ফারুককে ক্রেস্ট ও কুরআন হাতে তুলে দেন এবং অন্যান্যদের মাঝে কুরআন বিতরণ করা হয়।