সংবাদ শিরোনাম
কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার
২৪ মার্চ, ২০২২, 10:30 AM

NL24 News
২৪ মার্চ, ২০২২, 10:30 AM

কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি : জাকিরুল ইসলাম (২৭) নামে এক যুবককে কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার করেছেন রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতার জাকিরুল পার্শ্ববর্তী মোহনপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের রইজ উদ্দিনের ছেলে।
বুধবার সন্ধ্যায় র্যাব-৫, রাজশাহীর মিডিয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগমারা উপজেলার হাসনাবাদ এলাকায় জাকিরুল ইসলামকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা প্লাস্টিকের একটি ব্যাগ থেকে ৯৯০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা। এ ঘটনায় জাকিরুলের বিরুদ্ধে সংশ্লিষ্ট বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পর্কিত