কেলিশহর ৬ নং ওয়ার্ড আ’লীগের সেক্রেটারী হলেন ছোটন
নিজস্ব সংবাদদাতা
১৯ নভেম্বর, ২০২২, 5:18 PM

নিজস্ব সংবাদদাতা
১৯ নভেম্বর, ২০২২, 5:18 PM

কেলিশহর ৬ নং ওয়ার্ড আ’লীগের সেক্রেটারী হলেন ছোটন
নিজস্ব সংবাদদাতা, পটিয়া: চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আ’লীগের সাধারণ নির্বাচিত হয়েছেন মো. আশরাফুল আলম ছোটন।
গত ১৪ নভেম্বর উত্তর কেলিশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ওয়ার্ড আ’লীগের সম্মেলনে সবার সর্বসম্মতিক্রমে তাকে সেক্রেটারি নির্বাচিত করা হয়।
সম্মেলনে আ’লীগ নেতা আশীষ দে মনি ও মিন্টু মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা আ’লীগ নেতা বিজন চক্রবর্ত্তী। উদ্বোধক ছিলেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি নুরুল ইসলাম। বক্তব্য রাখেন, চেয়ারম্যান সরোজ কান্তি সেন নান্টু, রতন চক্রবর্ত্তী, সুমন চক্রবর্র্ত্তী, আব্দুর রাজ্জাক, সপু বড়–য়া, আবুল হোসেন মাখন, শিল্পী মিত্র প্রমুখ।
সম্মেলনে বিজন চক্রবর্ত্তী বলেন, আ’লীগ সরকার গ্রাম কে শহরে পরিনত করার করার জন্য কাজ করে চলেছেন। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য ত্যাগি তৃণমূল নেতাদের কমিটিতে আনার বিকল্প আর কিছু নেই।
প্রসঙ্গত, আশরাফুল আলম ছোটন দীর্ঘদিন ধরে দলের জন্য নিরলশ ভূমিকা রেখে চলেছেন।