কৃষকের ছদ্মবেশে আসামী ধরা!
নিজস্ব সংবাদদাতা
১৪ মার্চ, ২০২২, 6:40 PM

নিজস্ব সংবাদদাতা
১৪ মার্চ, ২০২২, 6:40 PM

কৃষকের ছদ্মবেশে আসামী ধরা!
মোরশেদ আলমঃ
চট্টগ্রামের পটিয়ায় প্রতারণা মামলার সাজা প্রাপ্ত আসামীকে কৃষকের ছদ্মবেশে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকেলে পটিয়া থানার এএসআই রাম প্রসাদ দাস সহ সঙ্গীয় অফিসার ফোর্স উপজেলার শোভনদন্ডী ইউপি ৭ নং ওয়ার্ডস্থ হিলচিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বদিউর আলম শোভনদন্ডী ইউপির হিলচিয়া গ্রামের আবদুল আলীমের পুত্র।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই রাম প্রসাদ জানান, গ্রেফতারকৃত আসামী সি আর মামলা নং ১১৯/১০ ধারা-৪২০ এর প্রতারণা মামলায় সাজা প্রাপ্ত আসামী। তাকে ধরতে বিশেষ কৌশল অবলম্বন করি আমরা। সর্বশেষ সোমবার দুপুরে তাকে কৃষকের ছদ্মবেশে গ্রেফতার করতে সক্ষম হই।
এবিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, প্রতারণা মামলায় বদিউর আলমকে গ্রেফতার করা হয়েছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।