ঢাকা ২২ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া, যা বললেন ড. ইউনূস ইতিহাসে প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল হলো রংপুর পঞ্চগড়ে তাপমাত্রা ১৪ ডিগ্রি শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে মামলা, নেপথ্যে কী ঠান্ডা আবহাওয়ার জন্য ভাতা দেবে যুক্তরাজ্য গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আমেরিকায় গ্রেপ্তার ফ্যাসিবাদী বয়ান দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আরও ৫ দিনের রিমান্ডে

কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কে বাসের চাপায় নিহত ২, আহত ৩

#

০২ ফেব্রুয়ারি, ২০২২,  1:05 PM

news image
দুই যাত্রী নিহত

নিজস্ব প্রতিনিধি: আজ বুধবার সকাল সাতটায় কুয়াকাটা-পটুয়াখালীর কলাপাড়া মহাসড়কের উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা নামক এলাকায় একটি বাসের চাপায় ব্যাটারি চালিত ইজি বাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। 

নিহতরা হলেন- মো.বায়জীদ (১৪) ও মো.সেলিম তালুকদার (৪৭)। পুলিশ এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করেছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।

এসময় ইজি বাইকে থাকা মামুন (২৩), মিজান (৩৫) ও আরাফাত (২৫) নামে অপর তিন যাত্রী গুরুতর আহত হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইজিবাইকটি সকালে যাত্রী নিয়ে কলাপাড়ায় দিকে আসছিলো। এসময় ঢাকা থেকে কুয়াাকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা ওই বাসটি ইজিবাইকটিকে চাপা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় ইজিবাইক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করেন। 

জানা যায়, মৃত বাইজিদ উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মো. ইউনুচের ছেলে। সে দক্ষিণ গৈয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যলয় চতুর্থ শ্রোণী ছাত্র ও মো.সেলিম তালুকদার ইউনিয়নের গামইরতলা গ্রামের তানজের আলী তালুকদারের ছেলে। 

কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল