ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
জোর যায় মুল্লুক তার, এই নীতিতে যদি আমরা দেশ সংস্কার করি তাঁতে দেশ গৃহযোদ্ধের দিকে ধাপিত হতে পারে। লন্ডনে আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রান্ড মীলাদুন্নবী কনফারেন্স অনুষ্ঠিত Shahriar Kabir arrested in Dhaka, conspicuous charges ক্ষমতার দখল নিয়ে জামায়াত ও বিএনপির লড়াই তুঙ্গে ইউনুস মাঝির মৃত্যুতে শিল্প এলাকা ক্রীড়া পরিষদের শোক চট্টগ্রামে অস্ত্রের খুঁজে স্বেচ্ছাসেবক দল নেতার ঘরে তল্লাশি, মারধর পটিয়ায় কেলিশহর আর্বাণ কো অপারেটিভের নির্বাচনে সভাপতি আশীষ দে, সম্পাদক রূপন কুমার দে চট্টগ্রামে ডেঙ্গু চিকিৎসাধীন দুই নারীর মৃত্যু প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মাতারবাড়ীর ব্যবসায়ী সেলিম উল্লাহ সেলিম চট্টগ্রাম-কক্সবাজার রুটে যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি টাকা

কুষ্টিয়ায় নদী ভাঙন রোধে মানববন্ধন

#

১১ ফেব্রুয়ারি, ২০২২,  7:50 PM

news image
পদ্মা নদী ভাঙন

নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে শুক্রবার বিকেল ৩টায় সেচ্ছাসেবী সংস্থা এসএফএ গ্রীন পিচের আয়োজনে ও গ্রাম উন্নয়ন সংস্থার সহযোগিতায় উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় গ্রামে পদ্মা নদী ভাঙনের হাত থেকে নিজেদের বসতবাড়ি, ফসলি জমি ও মহিষকুন্ডি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন লাইন রক্ষার দাবিতে হাজারো জনতা মানববন্ধন করেছেন।

মরিচা ইউনিয়নের কোলদিয়াড় নদী পাড় এলাকা থেকে শুরু হওয়া প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে প্রায় দুই ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে দাবি আদায়ের স্লোগান সংবলিত নানা ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে স্থানীয় কোমলমতি শিক্ষার্থী, এলাকার নারী-পুরুষসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন। 

মানববন্ধন চলাকালে বিক্ষুব্ধ জনতা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানান। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এসএফএ গ্রীন পিচের নির্বাহী পরিচালক আকাশ বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুুল ইসলাম জাহিদ, সাবেক চেয়ারম্যান ও মরিচা ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলমগীর, এসএফএ গ্রীন পিচের সভাপতি আল বুখারি অনিক।

সমাবেশে বক্তারা বলেন, অকাল পদ্মা নদীর ভাঙনে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড়

বিস্তীর্ণ এলাকার ফসলি জমি ইতোমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীগর্ভে বিলীন হয়ে গেছে বাড়িঘরও। হুমকির মুখে পড়েছে আরো শত শত ফসলি জমি, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, জাতীয় জনগুরুত্বপূর্ণ বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন লাইনও।

বক্তারা নদীভাঙ্গনের হাত থেকে মরিচা ইউনিয়নকে রক্ষার দাবিতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানান তারা।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল