ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

কুষ্টিয়ায় নদী ভাঙন রোধে মানববন্ধন

#

১১ ফেব্রুয়ারি, ২০২২,  7:50 PM

news image
পদ্মা নদী ভাঙন

নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে শুক্রবার বিকেল ৩টায় সেচ্ছাসেবী সংস্থা এসএফএ গ্রীন পিচের আয়োজনে ও গ্রাম উন্নয়ন সংস্থার সহযোগিতায় উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় গ্রামে পদ্মা নদী ভাঙনের হাত থেকে নিজেদের বসতবাড়ি, ফসলি জমি ও মহিষকুন্ডি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন লাইন রক্ষার দাবিতে হাজারো জনতা মানববন্ধন করেছেন।

মরিচা ইউনিয়নের কোলদিয়াড় নদী পাড় এলাকা থেকে শুরু হওয়া প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে প্রায় দুই ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে দাবি আদায়ের স্লোগান সংবলিত নানা ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে স্থানীয় কোমলমতি শিক্ষার্থী, এলাকার নারী-পুরুষসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন। 

মানববন্ধন চলাকালে বিক্ষুব্ধ জনতা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানান। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এসএফএ গ্রীন পিচের নির্বাহী পরিচালক আকাশ বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুুল ইসলাম জাহিদ, সাবেক চেয়ারম্যান ও মরিচা ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলমগীর, এসএফএ গ্রীন পিচের সভাপতি আল বুখারি অনিক।

সমাবেশে বক্তারা বলেন, অকাল পদ্মা নদীর ভাঙনে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড়

বিস্তীর্ণ এলাকার ফসলি জমি ইতোমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীগর্ভে বিলীন হয়ে গেছে বাড়িঘরও। হুমকির মুখে পড়েছে আরো শত শত ফসলি জমি, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, জাতীয় জনগুরুত্বপূর্ণ বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন লাইনও।

বক্তারা নদীভাঙ্গনের হাত থেকে মরিচা ইউনিয়নকে রক্ষার দাবিতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানান তারা।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী