সংবাদ শিরোনাম
কুমিল্লায় বাস চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু
১০ মার্চ, ২০২২, 5:34 PM

NL24 News
১০ মার্চ, ২০২২, 5:34 PM

কুমিল্লায় বাস চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি : আজ বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নাজিরা বাজার এলাকায় যাত্রীবাহী তিশা বাসের চাপায়
এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
তার নাম মো. দিদার হোসেন (৫০)। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দীন জাহাঙ্গীর।
স্থানীয়দের বরাতে তিনি জানান, নিহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য (সার্জেন্ট) দিদার হোসেন বুড়িচং উপজেলার ময়নামতি ইউপির করিমাবাদ এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সকালে তিনি মোটরসাইকেল যোগে বাড়ি থেকে ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছিলেন। পিছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে দিদার হোসেন ছিটকে বাসের চাকার নিচে পড়ে যান।
স্থানীয়রা তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বাস ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
সম্পর্কিত