ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

কুমিল্লায় বাজি ফুটিয়ে আনন্দ উল্লাস করছে তরুণরা

#

১৯ ফেব্রুয়ারি, ২০২২,  10:00 AM

news image
আনন্দ মিছিল

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার রাতে চ্যাম্পিয়ন হওয়ার পর পরই বিজয় মিছিল নিয়ে উৎসবে মেতে উঠে গোটা নগরী। বাজি ফুটিয়ে আনন্দ উল্লাস করে তরুণরা। মিছিলে মিছিলে সারা কুমিল্লা উৎসবের জনপদ হয়ে উঠে। 

টানা তৃতীয়বারের মত বাংলাদেশ প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট (বিপিএল) চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিলগুলো নগরীর প্রাণকেন্দ্র টাউন হলে জড়ো হয়। তারপরে কুমিল্লা কুমিল্লা স্লোগানে মুখর হয়ে উঠে পুরো কান্দিরপাড় এলাকা। 

কামাল হোসেন জানান, দারুণ খেলা হয়েছে। খেলা শেষ হওয়ার সাথে সাথে বন্ধুরা মিলে মিছিল করতে করতে নগরীর কান্দিরপাড়ে যাই। 

এদিকে নগরীর কান্দিরপাড়ে বেশ কয়েকজন যুবককে দেখা যায় মিষ্টি বিতরণ করতে। 

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নজরুল হলের শিক্ষার্থীরাও উল্লাসে মেতে উঠে। কলেজ ক্যাম্পাসে মিছিলে মুখর হয়ে উঠে। 

কলেজের শিক্ষার্থী আবদুল্লাহ আল মারুফ বলেন, তিনি কলেজের নজরুল হলে থাকেন। পুরো খেলাটি দেখেছেন। খেলাটি দেখতে গিয়ে একটু পর পর উদ্বিগ্ন হয়ে উঠেন। খেলা কখনো বরিশালের দিকে কখনো কুমিল্লার দিকে মোড় নেয়। 

মিছিল হয়েছে জেলার লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, দাউদকান্দি, সদর দক্ষিণ, বরুড়া, চৌদ্দগ্রাম, বুড়িচংসহ ১৭ উপজেলায়। 

 কুমিল্লার লাকসাম উপজেলার মনপাল, রাজাপুর ও রামপুর গ্রামে রাত গভীরেও আনন্দ মিছিল শোনা গেছে। 

রাত ১০ দিকে দেবিদ্বার উপজেলার সদর থেকে আনন্দ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারী যুবক মোহাম্মদ শরীফ বলেন, ফাইনাল খেলা মনের মতো হয়েছে। কুমিল্লাই সেরা। এই আনন্দ স্মৃতি অনেক দিন মনে থাকবে।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ম্যানেজার বদরুল হুদা জেনু বলেন, একটি তৃপ্তিদায়ক ম্যাচ ছিলো। এবারের বিপিএলে বেশ কয়েকটি নতুন মুখ দেখেছি। আমাদের ক্রিকেটের জন্য আশাব্যঞ্জক। ফাইনাল ফাইনালের মত হয়েছে। টিম কম্বিনেশন ভালো ছিলো। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত কুমিল্লা খেলে গেছে। যার ফলাফল বিজয়। আমরা কুমিল্লাবাসী আনন্দিত।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী