কুমিল্লায় পানিতে ডুবে শিশুর মৃত্যু।
১৯ মার্চ, ২০২২, 9:47 PM

NL24 News
১৯ মার্চ, ২০২২, 9:47 PM

কুমিল্লায় পানিতে ডুবে শিশুর মৃত্যু।
নিজস্ব প্রতিনিধি : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর এলাকায় খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ফারিয়া সুলতানা (৩) নামের এক শিশুর মৃত্যু।
ফারিয়া কুমিল্লা সদর উপজেলার রসুলপুর গ্রামের গ্রবাসী শামিম হোসেনের মেয়ে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার সদর এলাকায় খালার বাড়িতে বেড়াতে যায় ফারিয়া সুলতানা। শনিবার জোহরের নামাজের সময় থেকে ফারিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির পরে ব্রাহ্মণপাড়া গ্রামের পশ্চিম পাড়া খালেক মিয়ার বাড়ির পূর্বপাশের পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। ব্রাহ্মণপাড়া মধুমতি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু ফারিয়া সুলতানাকে মৃত ঘোষণা করেন।