কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত
০৯ এপ্রিল, ২০২২, 10:21 AM

NL24 News
০৯ এপ্রিল, ২০২২, 10:21 AM

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত
নিজস্ব প্রতিনিধি : কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলওয়ে লেভেল ক্রসিংয়ের পাশে ট্রেনে কাটা পড়ে আবদুল মান্নান (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
নিহত আবদুল মান্নান কুমিল্লার লালমাই উপজেলার চেঙ্গাহাটা গ্রামের মৃত আলী আহম্মেদের ছেলে। আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ মো. ইসমাইল হোসেন সিরাজী।
তিনি জানান, পদুয়ার বাজার এলাকায় নিহত ওই বৃদ্ধ তার ছেলের শ্বশুর বাড়িতে একটি বিয়ের দাওয়াত দিতে এসেছিলেন। সেখান থেকে ফেরার পথে শুক্রবার সন্ধ্যায় পদুয়ার বাজার রেলওয়ে লেভেল ক্রসিংয়ের ১০০ গজ পূর্বে মহানগর ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি। ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।