কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
১৮ মার্চ, ২০২২, 10:04 PM

NL24 News
১৮ মার্চ, ২০২২, 10:04 PM

কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
নিজস্ব প্রতিনিধি : শুক্রবার (১৮ মার্চ) দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় রায়গঞ্জ ইউনিয়নের পুর্ব সাপখাওয়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ আলী (৬৮) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। রায়গঞ্জ ইউনিয়নের পূর্ব সাপখাওয়া গ্রামের মৃত রহমত আলীর ছেলে।
জানা যায়, বৃদ্ধ মোহাম্মদ আলী শুক্রবার দুপুরে সাপখাওয়া-ব্যাপরীহাট সড়ক পায়ে হেটে জুম্মার নামাজ আদায় করতে বাড়ির পাশের মসজিদে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে রায়গঞ্জ ইউনিয়নর দামালগ্রাম হাজিরমোড় গ্রামের শহিদুল ইসলামের ছেলে বাদশা মিয়া (১৪) এবং তার সাথে আরো ২ জন আরোহীসহ দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিল।
এসময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সজোড়ে ধাক্কা দিলে বৃদ্ধ মোহাম্মদ আলী গুরুতর আহত হন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের মাধ্যমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মত্যু হয়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীউল হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।