কিশোর গ্যাং এর হাতে খুন পটিয়ার ছেলে
নিজস্ব সংবাদদাতা
১১ জুলাই, ২০২৩, 12:50 PM

নিজস্ব সংবাদদাতা
১১ জুলাই, ২০২৩, 12:50 PM

কিশোর গ্যাং এর হাতে খুন পটিয়ার ছেলে
মোরশেদ আলম:- চাকরির উদ্দশ্যে পটিয়া থেকে ঢাকা কাচঁপুর এলাকায় পৌঁছালেই কিশোর গ্যাং এর হাতে এক পরিবারের ২ সন্তান ছুরিঘাত হয়। এতে ১ভাই নিহত ও আরেক ভাই মারাত্মকভাবে আহত হয়ে আশংকাজনক ভাবে নারায়ণগঞ্জ কলেজ মেডিক্যাল হাসপাতালে ভর্তি আছে। জানা গেছে পটিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড দক্ষিণ ঘাটার পেয়ার মোহাম্মদ বাড়ির বাসিন্দা হোসেন মিয়ার দুই পুত্র বড় ছেলে রোহান (১৮), এবং মেঝ ছেলে মো. রিপন (১৬)। মৃত রোহান মাইফুলা কবির কারিগরি স্কুলে এবার এসএসসি পরীক্ষা দিয়ে পরিবারের আর্থিক অভাব অনটন মেটাতে রওনা হয় চাকরির গন্তব্যস্থলে। কিন্তু ফেরা হয়নি নতুন সে কর্মসংস্থানে।
পরিবার সূত্রে জানা যায়, ঢাকা টি কে গ্রুপে চাকরিতে যোগদানের জন্য গতকাল সোমবার রাতে নিজ বাড়ি থেকে রওনা হয় তারা দুই ভাই। ভোর ৫টা বাজে ঢাকা কাচঁপুর স্টেশনে নামে।তখন তারা বাস কাউন্টারে অবস্থান করছিল। কিছুক্ষণ পর জায়গাটি পরিবর্তন করে বাইরে বের হলে কিছু সংখ্যক কিশোর গ্যাং ছেলে এসে তাদের ছুরি দিয়ে পেটে আঘাত করে ভুড়িসহ বের করে ফেলে। তখন ২ জনকে মেডিক্যালে নিয়ে গেলে ১জনকে মৃত ঘোষণা করে।