কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসেটসহ একজন গ্রেফতার
২১ এপ্রিল, ২০২২, 9:49 PM

NL24 News
২১ এপ্রিল, ২০২২, 9:49 PM

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসেটসহ একজন গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার বিকাল সাড় ৫টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি এলাকায় অভিযান চালায়।
বিন্নাটি এলাকা থেকে ৪০০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসেটসহ শহিদুল ইসলাম (২১) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব।
তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সদ্দারহাট ইউনিয়নের ক্ষিরিবাড়ি গ্রামের সামছুল হকের ছেলে।
র্যাবের কোম্পানী অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান গ্রেফতার শহিদুল ইসলামকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।