কিডনি দিয়ে পুত্রবধূর জীবন বাঁচালেন শ্বশুর
১৩ ফেব্রুয়ারি, ২০২২, 10:27 AM
NL24 News
১৩ ফেব্রুয়ারি, ২০২২, 10:27 AM
কিডনি দিয়ে পুত্রবধূর জীবন বাঁচালেন শ্বশুর
নিজস্ব প্রতিনিধি : ভারতের মহারাষ্ট্রের আওরঙ্গবাদের জালনা জেলায় শ্বশুর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে পুত্রবধূকে কিডনি দিয়ে জীবন বাঁচালেন।
চলতি বছরের ২ ফেব্রুয়ারি সার্জারি সম্পন্ন হয়। কিডনি প্রতিস্থাপনের পর শ্বশুর ও পুত্রবধূ দুজনই সুস্থ আছেন।
ওই হাসপাতালের প্রধান নেহা জৈন এক বিবৃতিতে জানান, ছয় মাস আগে ওই তরুণীর কিডনির সমস্যা দেখা দেয়। তার নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ডায়ালাইসিসের প্রয়োজন ছিল। তবে রোগীর অবস্থার দেখে কিডনি বিশেষজ্ঞ শচীন সোনি কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। কিন্তু কোনো ডোনার না পাওয়ায় কিডনি প্রতিস্থাপন করা যাচ্ছিল না।
এই অবস্থায় পুত্রবধূর জীবন বাঁচাতে এগিয়ে আসেন শ্বশুর। কিন্তু তাদের রক্তের গ্রপ ভিন্ন ভিন্ন। উপায় না দেখেই চিকিৎসকরা শ্বশুরের কিডনি পুত্রবধূর জীবন বাঁচানোর সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।