কাল পটিয়ায় ঈদে আজমের মহাসমাবেশ
নিজস্ব সংবাদদাতা
২১ অক্টোবর, ২০২২, 7:24 PM

নিজস্ব সংবাদদাতা
২১ অক্টোবর, ২০২২, 7:24 PM

কাল পটিয়ায় ঈদে আজমের মহাসমাবেশ
মোরশেদ আলম, পটিয়াঃ- প্রিয়নবীর শুভ আগমন ঈদে আজম উপলক্ষে আগামীকাল শনিবার(২২ অক্টোবর) পটিয়া আবদুস সোবাহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে মহাসমাবশে ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান মেহমা্ন হিসেবে উপস্থিত থাকবেন. তফসিরুল কোরআন মাশাহেদুল ঈমানের প্রণেতা ও পবিত্র বোখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থ তাফহিমুল বোখারী শলিফের প্রণেতা, ওস্তাজুল ওলামা, শায়খুল হাদিস, ইমামে আহলে সুন্নাত, পীরে হাক্কানী, ওলীয়ে রাব্বানী, ইসলামী গবেষনায় রাষ্ট্রীয় একুশে পদক প্রাপ্ত হাফেজ আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ।
দিকনির্দেশনামূলক বক্তব্য ও সভাপতিত্ব করবেন, বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহী রাহামা। এছাড়াও উপস্থিত থাকবেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, পীর মাশায়েক শিক্ষাবিদগন উপস্থিত থাকবেন।