কালবৈশাখী ঝড়ে স্পিডবোটডুবি, শিশুর লাশ উদ্ধার
২০ এপ্রিল, ২০২২, 2:27 PM

NL24 News
২০ এপ্রিল, ২০২২, 2:27 PM

কালবৈশাখী ঝড়ে স্পিডবোটডুবি, শিশুর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি : বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে একটি স্পিডবোটডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
গুপ্তছড়া ঘাটের ইজারাদার মো. আনোয়ার জানান, চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সন্দ্বীপের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি স্পিডবোট কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে গুপ্তছাড়া ঘাটের কাছাকাছি এসে উল্টে যায়। স্পিডবোটে ২০ জনের মতো যাত্রী ছিল। এখন পর্যন্ত এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম জানান, সন্দ্বীপে গুপ্তছড়া ঘাটের কাছে একটি স্পিডবোট মিসিং আছে শুনে অভিযান চলছে। তবে এ ঘটনায় কতজন নিখোঁজ আছে বা কতজনকে উদ্ধার করা হয়েছে তা এখনো জানা যায়নি।