কাতার বিশ্বকাপ: মেসিদের অ্যাওয়ে জার্সিতে চমক
৩০ আগস্ট, ২০২২, 4:03 PM

NL24 News
৩০ আগস্ট, ২০২২, 4:03 PM

কাতার বিশ্বকাপ: মেসিদের অ্যাওয়ে জার্সিতে চমক
কাতার বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনা অ্যাওয়ে ম্যাচে কোন জার্সি পরবে, সেটা উন্মোচিত হলো সোমবার। বিশ্বকাপের জন্য নতুন আর্জেন্টিনা জাতীয় দলের অ্যাওয়ে জার্সি পরা লিওনেল মেসি ও পাউলো দিবালার ছবি প্রকাশ করেছে অ্যাডিডাস।
মেসি ও দিবালা দুজনই অ্যাডাসের সঙ্গে চুক্তিবদ্ধ। তাদের মাধ্যমেই উন্মোচন করা হলো কাতারে পরতে যাওয়া দলের অ্যাওয়ে জার্সি। এটি বিশেষ কারণে দৃষ্টি আকর্ষণ করেছে। এই প্রথমবার আর্জেন্টিনার জার্সির রঙ বেগুনি। অ্যাডিডাস ও এএফএ’র লোগো রুপালি রঙয়ের এবং কাঁধের উপর হালকা বেগুনি তিনটি স্ট্রাইপ।
জার্সির এই রঙ নির্বাচন করার ব্যাখ্যা দিয়েছে অ্যাডিডাস। তারা বলছে, লিঙ্গ সমতায় অনুপ্রাণিত হয়ে এই রঙয়ের জার্সি তৈরি করা হয়েছে।
আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে গ্রুপ ‘সি’-এর প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ২৬ ও ৩০ নভেম্বর পরের দুটি ম্যাচ মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে।