ঢাকা ১৭ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা : বহু হতাহতের আশংকা

#

২৪ সেপ্টেম্বর, ২০২৪,  5:29 AM

news image

চট্টগ্রাম প্রতিনিধি : নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু নতুন ব্রিজ এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত ও অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত পৌণে ১১টার সময় ইট বোঝাই একটি ট্রাক বেপরোয়া গতির কারনে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

এসময় একটি মোটরসাইকেলে থাকা দুই আরোহী ও কয়েকটি যানবাহনকে চাপা দিয়ে ওই এলাকার ভাসমান দোকানের উপর উঠে যায় ট্রাকটি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এ ঘটনায় সিএনজি চালক ও বাইক আরোহীসহ ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অনেকে। তাদের মধ্যে গুরুতর আহত ১৫ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানান, ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে সড়কের পাশে থাকা ফলমূল বিক্রেতা ও হকারদের উপর উঠে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে বাকলিয়া থানা পুলিশের একটি টিম ও ফায়ার সার্ভিস টিম দুর্ঘটনাস্থলে পৌছে। এখনো উদ্ধার কার্যক্রম চলছে। ধারণা করছি দুজনের মৃত্যু হতে পারে। আহত হয়েছে অনেকে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, নতুন ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেছেন। একজনের নাম বিকাশ (২৪)। অন্যজনের পরিচয় জানা যায়নি। হতাহত সকলের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলে তিনি জানান।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী