কবর স্থানকে রক্ষা করতে এগিয়ে আসলেন পৌর মেয়র
নিজস্ব সংবাদদাতা
০৮ জানুয়ারি, ২০২৩, 3:17 PM

নিজস্ব সংবাদদাতা
০৮ জানুয়ারি, ২০২৩, 3:17 PM

কবর স্থানকে রক্ষা করতে এগিয়ে আসলেন পৌর মেয়র
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ- চট্টগ্রামের পটিয়া পৌরসভা ২নং ওয়ার্ড সুচক্রদন্ডী নাসির মোহাম্মদ সিদ্দিকী জামে মসজিদস্থ কবর স্থানে কবরের জায়গা ভেঙে পুকুরে নেমে আসায়, তা রক্ষার্তে এগিয়ে আসলেন পটিয়া পৌরসভার মেয়র মোঃ আইয়ুব বাবুল।
শনিবার সকালে কবরস্থানের রিটার্নিং ওয়াল্ড নির্মাণ কাজের পরিদর্শনে যান তিনি।
এসময় তিনি বলেন মুসলমানদের শেষ আশ্রয়স্থল হচ্ছে কবর স্থান, এই কবরস্থান এভাবে ভেঙে পুকুরে তলিয়ে বিলীন হয়ে যাওয়ার দৃশ্য কোন মুসলমান মেনে নিতে পারে না, তাই কিছুদিন আগে আমি স্ব-শরীরে উক্ত স্থান পরিদর্শন করেছি এবং খুব শীঘ্রই কবরস্থান রক্ষার কাজ শুরু করবো বলে আশা দিয়েছিলাম তার ফলস্বরূপ আজ উক্ত কাজ চলমান।
এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ রুপক কুমার সেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সাইফুল ইসলাম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর সরওয়ার কামাল রাজীব, আওয়ামী লীগ নেতা আলমগীর আলম, পৌরসভা শাপলা কুঁড়ি আসরের নাঈম উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, সহ-সভাপতি আবু সাঈদ তালুকদার খোকনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।