কথা না বলায় স্কুল ছাত্রীর হাতের রগ কেটে দিল বখাটে
নিজস্ব সংবাদদাতা
২৬ মে, ২০২২, 9:01 PM

নিজস্ব সংবাদদাতা
২৬ মে, ২০২২, 9:01 PM

কথা না বলায় স্কুল ছাত্রীর হাতের রগ কেটে দিল বখাটে
মোরশেদ আলম: চট্টগ্রামের পটিয়ায় কথা না বলায় আকলিমা আকতার(১৫) নামের দশম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীকে হাতের রগ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার আশিয়া ইউনিয়নের বাংলা বাজারস্থ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আকলিমা উপজেলার আশিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্যমপাড়া গ্রামের জাহাঙ্গির আলমের মেয়ে ও আশিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ২০২২ সালের এসএসসি পরিক্ষার্থী।
এ ঘটনায় স্কুল ছাত্রীর মা হালিমা বেগম বাদী হয়ে পটিয়া থানায় দু’জনের নাম উল্লেখ করে নারী ও শিশু আইনে একটি মামলা দায়ের করেন।
আসামীরা হলেন, আশিয়া ইউনিয়নের মল্লপাড়া গ্রামের আবু ছৈয়দের পুত্র মো. রিপন(২৩) ও একই এলাকার কালা মিয়ার পুত্র শহিদুল ইসলাম।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিদিনের মত আকলিমা কোচিং করতে ঘর থেকে বের হয়। কোচিং শেষে রিপনের সিএনজি করে স্কুলে যাওয়ার পথে দশম শ্রেণীর ছাত্র শহিদুল ইসলাম বারবার আকলিমার সাথে কথা বলতে চাইলেও আকলিমা কথা না বলায় সিএনজি থেকে নামার সময় পরিকল্পিতভাবে আকলিমার হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এর আগেও অনেকবার আকলিমার সাথে কথা বলার জন্য বারবার বিরক্ত করেছিল শহিদুল ইসলাম।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. হাসেম জানান, স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত করার খবর পেয়ে আমি ঘটনাস্থল যায়। এ ঘটনায় যারা জড়িত তাদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির আওতায় আনার জন্য আমি প্রশাসন কে অনুরোধ জানিয়েছি।
এ বিষয়ে পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম জানান, স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত করার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।