ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

কক্সবাজার শ্রমিকলীগের পূর্বের কমিটি বহাল নব কমিটি বাতিল

#

৩০ ডিসেম্বর, ২০২১,  10:02 PM

news image
কক্সবাজার শ্রমিকলীগের আগের কমিটি বহালের নোটিশ

কক্সবাজার অফিস :: কক্সবাজারে   নবঘোষিত জেলা শ্রমিকলীগের কথিত আহ্বায়ক কমিটি বাতিল করে পূর্বের কমিটি বহাল রাখা হয়েছে  ।

মরহুম জহিরুল ইসলাম সিকদার ও শফিউল্লাহ আনসারী পরিষদ  বহাল রাখার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় কমিটি ।

কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি নূর কুতুব আলম মান্নান স্বাক্ষরিত এক পত্রে  এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নোটিশে কথিত আহ্বায়ক কমিটি বাতিল ঘোষণা করে পূর্বের কমিটি বহাল রাখার  ঘোষণা দেয়া হয়েছে। নোটিশে জেলা শ্রমিকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে  সাংগঠনিক কার্যক্রম চালু রাখার  নির্দেশ দেয়া হয়েছে।

নোটিশে বলা উল্লেখ রয়েছে , কক্সবাজার জেলা শাখায় একটি চলমান কার্যকরী কমিটি থাকা অবস্থায় গত ১৭ ডিসেম্বর  কেন্দ্রীয়  সাধারণ সম্পাদক  কার্যনির্বাহী পরিষদের দুইটি সভার সিদ্ধান্ত অমান্য  করে একক স্বাক্ষরে অনুপ্রবেশকারী ও বিতর্কিত লোকদের দিয়ে যে কমিটি প্রদান করেছে তা

সংগঠনের গঠনতন্ত্র বিরোধী, অসাংগঠনিক এবং অবৈধ। জাতীয় শ্রমিকলীগের গঠনতন্ত্রের ১৫ (ক) ধারা মোতাবেক কেন্দ্রীয় সভাপতির সাথে আলোচনা  ছাড়া ২৪ নং ধারা উল্লেখ পূর্বক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক একক স্বাক্ষরে কক্সবাজার জেলা শাখা কমিটি প্রদান করে গঠনতন্ত্র বিরোধী কাজ করেছেন এবং গঠনতন্ত্রের অপব্যবহারে লিপ্ত হয়েছেন। ২৪ নং ধারার মতে গঠনতন্ত্র উল্লেখ নাই সেই সব বিষয়ে সমস্যা সমাধানের ব্যাপার়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। গঠনতন্ত্রের ১৩ ধারা মতে প্রতি দুই বৎছর পর কাউন্সিলের গোপন ব্যালটে কর্মকর্তাগণ নির্বাচিত হবেন। 

কক্সবাজার জেলা শাখায় সম্মেলনের জন্য পূর্ণ নোটিশ না দিয়ে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কর্তৃক কমিটি প্রদান করায় উক্ত আহ্বায়ক কমিটি সম্পূর্ণ অবৈধ। তাই  কক্সবাজার জেলা শাখার কাউন্সিল অধিবেশন না হওয়া পর্যন্ত জাতীয় শ্রমিক লীগের কক্সবাজার  জেলা শাখার সভাপতি মরহুম জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো : শফিউন্নাহ আনসারীর নেতৃত্বাধীন কমিটি বহাল থাকবে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী