ঢাকা ২২ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয় আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয় ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২

কক্সবাজার ডিসি অফিসের সামনে এক ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে তুলে নেয়ার চেষ্টা

#

০২ মে, ২০২৩,  1:21 AM

news image

বিশেষ প্রতিবেদক ( কক্সবাজার):

কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে সন্ত্রাসীরা এক ব্যবসায়ীকে মারধর করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেছেন মারধরের শিকার ব্যবসায়ী মহিব উল্লাহ।এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত নাজমুল হক  বলেন,এ ধরনের একটি এজাহার পাওয়াগেছে। তদন্ত সাপেক্ষে যথাযত ব্যবস্থা গ্রহন করা হবে।

ঘটনার বিবরণে জানাযায়, কক্সবাজারের উখিয়া জালিয়াপালং রূপবতী গ্রামের ফরিদ আহমদের ছেলে হোটেল ব্যবসায়ী মহিবউল্লাহ গত ৩০ এপ্রিল রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় জেলা প্রশাসক কার্যালয়ের নীচে নেমে আসলে উৎপেতে থাকা সন্ত্রাসীরা  তাকে জোর পূর্বক অপহরণ করে সিএনজিতে তুলে নেয়ার চেষ্টা করে।এ সময়  লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকে বেদড়ক মারধর করে পকেটে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ৭/৮ জন সন্ত্রাসী মহিবউল্লাহকে ফিল্ম স্ট্যাইলে তুলে নেয়ার চেষ্টা করে। জনতার প্রতিরোধের মূখে  অপহরণে ব্যার্থ হয়ে মারধর করে পকেটে টাকার বান্ডিল নিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় মহিবুল্লাহকে উদ্ধর করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।এ বিষয়ে মহিবুল্লাহ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে ৭ জনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দায়ের করেন  ১ মে সোমবার।

 দায়েরকৃত এজাহারে বলা হয়েছে উখিয়ার জালিয়াপালং নিদানিয়া গ্রামের মেহের আলীর ছেলে সালাহউদ্দিন, রফিক উদ্দীন প্রকাশ জ্বীন বাদশাহ ও বদি আহমদের ছেলে গিয়াসউদ্দিনসহ অজ্ঞাত ৪ জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে মহিবুল্লাহকে গিরে ফেলে বে আইনী অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি  প্রদর্শন করে খুন করার উদ্দেশ্যে  তুলে নেয়ার চেষ্টা  করে।উপস্থিত লোকজন বাঁধা দেয়ায় প্রাণে বেঁচে যান। 

এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী আহত মহিবুল্লাহ জানান, সালাহউদ্দিন, রফিক ও গিয়াস দীর্ঘদিন ধরে তার কাছে ২৫ লাখ টাকা চাঁদাদাবী করে আসছে। চাঁদা না দেয়ায়  তারা একাধিকবার আমাকে খুন করার হুমকি দিয়েছেন। আমার ব্যবসা প্রতিষ্টানে গিয়ে  নানা অপ্রীতিকর ঘটনা করার চেষ্টা করেন।তাদের বিরুদ্ধে উখিয়া থানায় চাঁদাবাজি ডাকাতি,সন্ত্রাসী নারী ও শিশু নির্যাতনসহ ৩/৪ টি মামলা রয়েছে। তারা এখানে আমাকে অপহরণে ব্যার্থ হয়ে আমার গ্রামের বাড়িতে গিয়ে গতকাল রবিবার মধ্যরাতে  হামলা করেছে ওই সন্ত্রাসীরা। এতে বাঁধা দেয়ার চেষ্টা করলে আমার ভাই রফিক (৩০),আমার ফুপা  আবুল কাশেম (৫২) সহ ৫ জনকে আহত করে। এব্যাপারে উখিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী