কক্সবাজার কটেজ জোনে জমির মালিকানা নিয়ে পাল্টা অভিযোগ
১৪ অক্টোবর, ২০২২, 10:07 PM

NL24 News
১৪ অক্টোবর, ২০২২, 10:07 PM

কক্সবাজার কটেজ জোনে জমির মালিকানা নিয়ে পাল্টা অভিযোগ
কক্সবাজার গণপূর্ত এর লীজ কৃত সাড়ে ৭ একর জমি নিয়ে চলছে লুকোচুরি খেলা। এ ঘটনাকে কেন্দ্র করে চলছে পরস্পরের বিরুদ্ধে মামলা হামলা ও উচ্ছেদ অভিযান। একে অপরের বিরুদ্ধে করছেন অভিযোগ পাল্টা অভিযোগ।
দীর্ঘ ২৬ বছর ধরে যথায়ত কতৃপক্ষের নিয়মনীতি অনুসরণ করে জমির মূূল্য শতভাগ পরিশোধ করে ও নানা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করে আসছেন সৈকত বহুমূখী সমবায় সমিতির ১২০ টি পরিবার। এদিকে কক্সবাজার গণপূর্ত অধিদফতর কক্সবাজার নির্বাহী প্রকৌশলী মোঃ শাহজাহান জানিয়েছেন সৈকত বহুমূখী সমবায় সমিতির দেয়া তথ্য সঠিক নয়। কারণ মাত্র ৫ একর জমির বাবদ ২৫ শতাংশ টাকা পরিশোধের প্রমাণ রয়েছে তার কাছে।
এদিকে সৈকত বহুমূখী সমবায় সমিতির সভাপতি মো আবু হানিফ ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন বলেন,কক্সবাজার কটেজ জোন বা কো অপারেটিভ হাউজিং এলাকা এলাকায় সংশ্লিষ্ট কতৃপক্ষ আমাদের কন্য মন্ত্রনালয় কর্তৃক সাড়ে ৭ একর জমি বরাদ্ধ দেয়া হয় আজ থেকে ২৬/২৭ বছর আগে। একরে ৯ লক্ষ টাকা করে মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে।সে আনযায়ী গত ১৯৯৬ সালের ১৩ নভেম্বর ১৬ লাখ ৮৮ হাজার টাকা রশিদ মূলে পরিশোধ করে জমির দখল বুঝে নিয়েছি।দ্বিতীয় কিস্তি ১৮ মার্চ ১৯৯৮ সালে অনুরূপ মূল্য পরিশোধ করি।তৃতীয় কিস্তি ২৮ জুন ১৯৯৯ সালে ১৩ লাখ টাকা পরিশোধ করি।সর্বশেষ চতুর্থ কিস্তি ১৮ মার্চ ২০০৮ সালে পরিশোধ করেছি একসাথে ২০ লক্ষ ৭৪ হাজার টাকা। উল্লেখ মামলা সংক্রান্ত জটিলতার কারণে শেষ কিস্তি পরিশোধে বিলম্ব হয়।
অথচ সংশ্লিষ্ট কতৃপক্ষ এখনো পর্যন্ত আমাদের সাথে দলিল সম্পাদন না করে উল্টো উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন সম্পূর্ণ বে আইনী ভাবে। সর্বমোট আমাদের পরিশোধিত টাকার পরিমাণ ৬৭ লক্ষ ৫০ হাজার টাকা।