ঢাকা ২২ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয় আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয় ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২

কক্সবাজার এলএ শাখার শীর্ষ দালাল বেপরোয়া হাবিব সিন্ডিকেট

#

৩০ মে, ২০২৩,  6:07 PM

news image

কক্সবাজার অফিস:

কক্সবাজার ভূমি অধিগ্রহণ শাখায় বেপরোয়া   হাবিব দালাল ও  জনৈক এন আমিন চৌধুরীর  লাগামহীন দৌরাত্ম্যে প্রকৃত জমি মালিকরা  ক্ষতিপূরণের টাকা উত্তোলন করতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ভূক্তভোগীরা।

প্রতারণা ও অস্ত্র মামলার আসমাী হাবিব  এল এ শাখায় সিন্ডিকেট সৃষ্টি করে একের পর এক অঘটন ঘটাচ্ছেন বলে বারবার  অভিযোগ করে আসছেন ভূমি মালিকরা।জাল দলিল, ভূঁয়া খতিয়ান সৃজন করে অনেক নিরীহ লোককে পথে বসিয়ে কোটি কোটি টাকা এলএ শাখা থেকে উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগ রয়েছে এন আমিন চৌধুরী ও দালাল হাবিবের বিরুদ্ধে। খোঁজ নিয়ে জানাগেছে এবার কক্সবাজারস্থ ঝিলংজা মৌজার  এলএ মামলা নং ০৪/১৬- ১৭৩ এর ক্ষতিপূরণের টাকা হাতিয়ে নিতে জালিয়াতির আশ্রয় নিয়ে এন আমিন চৌধুরী ও দালাল হাবিবচক্র।

তারা যেসব দলিল ও খতিয়ান দেখিয়ে টাকা উত্তোলনের পায়তারা চালাচ্ছেন, সেই সব আরএস খতিয়ান আরএস দাগের সাথে বিএস খতিয়ান বিএস দাগের সাথে কোন মিল নেই। ভুক্তভোগী আবদু সাত্তারের অভিযোগ এন আমিন চৌধুরী এক খতিয়ান,দাগে জমি কিনে অন্য খতিয়ান দাগের  মালিকানা দাবী করে রেল লাইন ও রেল স্টেশনের জন্য অধিগ্রহনকৃত  জমির ভূয়া কাগজপত্র দেখিয়ে দালাল হাবিবের জোগসাজসে টাকা উত্তোলন করতে মরিয়া হয়ে উঠেছে।

জেলা প্রশাসন কার্যালয় কর্তৃক তালিকা ভূক্ত  শীর্ষ দালাল হাবিব সিন্ডিকেটই নিয়ন্ত্রণ করছেন পুরো জেলার সরকারী অধিগ্রহনকৃত জমির  ক্ষতিপূরণের টাকা উত্তোলন প্রক্রিয়া। এ বিষয়ে জানতে চাইলে হাবিব জানান,তার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে তা সঠিক নয়। তিনি এটিই বলছেন যে জনৈক সাত্তার যে ভূঁয়া কাগজ দেখিয়ে প্রায় দেড় কোটি টাক উত্তোলন করেছেন এলএ শাখা থেকে  ঝিলংজা মৌজার ।  উক্ত টাকা উত্তোলনের বিরুদ্ধে আমিই অভিযোগ করেছি।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী