ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

কক্সবাজার ইন্টা. ইউনিভার্সিটিতে ১৯৭১ এর গণহত্যা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

#

৩০ ডিসেম্বর, ২০২১,  8:00 PM

news image

কক্সবাজার প্রতিনিধি :: কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে “দ্যা নাইনটিন সেভেন্টি ওয়ান জেনোসাইড ইন বাংলাদেশ, নন স্টেট এক্টরস”রোল এন্ড রেস্পন্সিবিলিটি অব দ্যা স্টেট" বিষয়ক সেমিনার। 

বৃহস্পতিবার ( ৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের  আইন অনুষদ এই  অনুষ্ঠানের আয়োজন করেন । 

আইন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন   আইন বিভাগের প্রভাষক মোহাম্মদ নুরুল আমিন।

জাতীয় সঙ্গীত পরিবেশনের  মাধ্যমে অনুষ্ঠানে সূচনা ঘটে  ।

অনুষ্ঠানে  প্রধান আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণ বড়ুয়া।

প্রধান অতিথি  ছিলেন বিশ্ববিদ্যালয়ের  প্রতিষ্ঠাতা এবং  ট্রাস্টি বোর্ডের  চেয়ারম্যান  সালাহউদ্দিন আহমদ সিআইপি।

সেমিনারে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. গোলাম কিবরিয়া ভূইয়া।

বিশেষ   অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ট্রাস্টি বোর্ডের সচিব প্রফেসর একেএম  গিয়াস উদ্দিন ও  রেজিস্ট্রার প্রফেসর সুকুমার দত্ত।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী  এবং তার দোসররা বাঙালির উপর গণহত্যা চালিয়েছে। 

তারা বাঙালিকে মেধাশূন্য করার লক্ষ্যে পাখির মতো মানুষ হত্যা করেছিল।

দীর্ঘ ৯ মাস যুদ্ধের সময় আমাদের ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা ও বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম।  বক্তারা বলেন,  নন স্টেট এক্টরস কর্তৃক বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির ব্যাপারে সবাইকে একসাথে কাজ করতে হবে ।   

বক্তারা আরো বলেন  মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আলবদর, আল শামস বাহিনী যে গনহত্যা চালিয়েছিলো তাদের বিচার  প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে শুরু হয়েছে। অনেকেই আদালতের রায়ে সাজা পেয়েছে। 

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের  মধ্যে  উপস্থিত ছিলেন আইন বিভাগের প্রভাষক অরুপ রতন সাহা,  প্রভাষক মো আলা উদ্দিন, প্রভাষক রায়হাতুল গীর কসবা, এবং অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকামন্ডলী- সহ আইন বিভাগের শতাধিক শিক্ষার্থী। 

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী