ঢাকা ২১ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

কক্সবাজারে দুর্বৃত্তের আগুনে পুড়ে গেল সামাজিক বনায়নের বাগান

#

২৭ ফেব্রুয়ারি, ২০২৩,  9:30 PM

news image

কক্সবাজার  অফিস 

কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের কাকারা বন বিটের অধীন আগর বাগান পুড়ছে দুর্বৃত্তের লাগানো আগুনে। 

রোববার ( ২৬ ফেব্রুয়ারী) সকালে ও রাতে পৃথক দুটি সামাজিক নবায়নের আগর বাগানে আগুন দেয় দুর্বৃত্তরা। 

রোববার রাত ৯ টার দিকে আগুন লাগিয়ে দেয়া হয় তৌহিদুল ইসলাম পরিচালিত বাগানে। এতে বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছ পুড়ে যায়। রাত ১১ টার দিকে উপকার ভোগী কয়েকটি পরিবারে সদস্যরা প্রাণপণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ডাক্তার হাসান নামের একজন  উপকার ভোগী বলেন, তার আগর বাগানে আগুন লাগানো হয় রবিবার সকালে। তাতেও বেশ কিছু গাছ পুড়ে যায়। 

এর আগে ২৫ ফেব্রুয়ারী দুর্বৃত্তরা আগুন দেয় সবুজ বাংলা নামক একটি সামাজিক বনায়নে। ২২ ফেব্রুয়ারী রাতে উপকার ভোগী জাহেদুল ইসলাম চৌধুরীর আগর বাগান থেকে দুর্বৃত্তরা ৪৬ টি গাছ কেটে লুট ছাড়াও আগুন দিয়ে পুড়িয়ে দেয় বেশ ক'টি চারা গাছ। 

উপকার ভোগীদের অভিযোগ, বনায়ন ও রক্ষিত সংরক্ষিত রিজার্ভ বন ভুমিতে অবৈধ পন্থায় বসত ঘর তৈরী করে বসবাসকারীরা পেশাদার বনদস্যুের সাথে একাট্টা হয়ে গাছ লুট ও আগুন দিচ্ছে। উপকার ভোগীর পাশাপাশি বনবিভাগের পক্ষ থেকে আইনী ব্যবস্থা নিলে গাছ লুট ও আগুন দেয়ার ঘটনা কমে আসতো। 

কাকারা বিট কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূল্যবান আগর বাগানের বেশকিছু গাছ পুড়ে গেছে।


কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার বলেন, আগর বাগানে আগুনের খবর পেয়েছি। এটা অঘটন নাকি পরিকল্পিত দুর্বৃত্তায়ন তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী