ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

কক্সবাজারে বিজিবিকে কামড়ে পালাতে গিয়ে ৬ কোটি টাকার মাদকসহ ২ যুবক আটক

#

নিজস্ব সংবাদদাতা

১৪ ডিসেম্বর, ২০২১,  10:22 PM

news image

কক্সবাজারের মরিচ্যা চেকপোস্টে পৃথক ২টি অভিযান পরিচালনা করে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৫০ হাজার ইয়াবা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।

১৪ ডিসেম্বর বেলা ১২টা ও দুপুর ১টার দিকে রামুর কলঘর এলাকা ও মরিচ্যা চেকপোস্টে পৃথক পৃথক এ অভিযান পরিচালনা করে ক্রিস্টাল মেথ ও ইয়াবার চালানসহ তাদের আটক করা হয়।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল ইব্রাহীম ফারুক  এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির চৌকস আভিযানিক দল পৃথক পৃথক অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৫০ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করে।

তিনি জানান, প্রথম অভিযানে রামুর কলঘর নামক স্থানে ক্রিষ্টাল মেথ আইস কেনাবেচা হবে। উক্ত সংবাদের ভিত্তিতে অধিনায়ক মরিচ্যা চেকপোষ্টের জেসিও  মোঃ মাহমুদুল হাসান এবং বিএসবি সদস্যসহ অভিযান পরিচালনা করলে ক্রিষ্টাল মেথ (আইস) বেচাকেনা করার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে নায়েক মোঃ সোহেল রানা উক্ত আসামিকে দৌড়ে ঝাপটে ধরার চেষ্টা করলে আসামি তার হাতে কামড় দিয়ে আহত করে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে টহল দলের বাকি সদস্য কর্তৃক এলাকার স্থানীয় জনগনের সহযোগিতায় উক্ত আসামী কে আটক করতে সক্ষম হয়।

আটক মাদক কারবারি হলেন, রামুর চাকমারকুল এলাকার গোলাম আক্তার চৌকিদারের ছেলে নুরুল আলম।

পরবর্তীতে আটককৃত আসামীর হাতের একটি বালতির ভিতর লুকানো অবস্থায় এক কেজি ক্রিষ্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। এছাড়া তার নিকট হতে ০১ টি মোটর সাইকেল এবং ১ টি মোবাইল ফোন উদ্ধার করে। আটককৃত মালামালের সর্বমোট  মূল্য ৫ কোটি ১ লাখ ৬০ হাজার টাকা।

বিজিবির অধিনায়ক আরও বলেন, দ্বিতীয় অভিযানে কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি সিএনজি যোগে প্রচুর পরিমান ইয়াবা পাচারের খবরে মরিচ্যা যৌথ চেকপোষ্টে বিজিবি সদস্যদের মাধ্যমে তল্লাশী করা হলে কিছু পাওয়া না গেলে পরবর্তীতে ডগ স্কোয়াড দ্বারা একটি পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করা হলে ড্রাইভারের সিটের পিছনে অতিকৌশলে লুকায়িত অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ১টি মোবাইল ফোন এবং ০১ টি সিএনজি আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১ কোটি ৫৪ লাখ এক হাজার টাকা।

এসময় কক্সবাজার খরুলিয়া ডিঙগাপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে জসিম উদ্দিনকে আটক করা হয়।

আটককৃত আসামীদের জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা, সিএনজি, মোটর সাইকেল এবং মোবাইল নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী