ঢাকা ২২ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া, যা বললেন ড. ইউনূস ইতিহাসে প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল হলো রংপুর পঞ্চগড়ে তাপমাত্রা ১৪ ডিগ্রি শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে মামলা, নেপথ্যে কী ঠান্ডা আবহাওয়ার জন্য ভাতা দেবে যুক্তরাজ্য গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আমেরিকায় গ্রেপ্তার ফ্যাসিবাদী বয়ান দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আরও ৫ দিনের রিমান্ডে

কক্সবাজারে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলি

#

নিজস্ব সংবাদদাতা

০৭ ফেব্রুয়ারি, ২০২২,  11:06 AM

news image
দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলি

নিজস্ব প্রতিনিধি : রোববার সন্ধ্যায় কক্সবাজারে বড় মহেশখালী ইউনিয়নের ফকিরা এলাকায় দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ ফেরদৌস (২৫) নামে এক যুবক নিহত এবং আহত হয়েছেন অন্তত ১০ জন।

নিহত মোহাম্মদ ফেরদৌস ওই এলাকার নুরুন নেছারের ছেলে। আহতরা হলেন— মোহাম্মদ ওয়াসিম (৩০), মোহাম্মদ, রাসেল (২৫), মোহাম্মদ সিরাজ (৫৫) ও মোহাম্মদ আরিফ বাদশাসহ (২৮) ১০ জন।

 জানা যায়, শনিবার দুপুরে লবণমাঠের পানি চলাচল নিয়ে বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনার বাসিন্দা মোহাম্মদ জাবেদ ও মোহাম্মদ ফেরদৌস পক্ষের লোকজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনা কেন্দ্র করে রোববার সন্ধ্যায় ফকিরাঘোনা এলাকায় আবারও দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।

এতে ফেরদৌস নামে এক যুবক নিহত হন এবং আহত হন কমপক্ষে ১০ জন। আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের পাশাপাশি পাঁচটির অধিক গুলির চিহ্ন রয়েছে।

মহেশখালী থানার ওসি মোহাম্মদ আবদুল হাই মোবাইল ফোনে জানান, লবণমাঠের পানি চলাচল কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল