ঢাকা ২০ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

কক্সবাজারে দলিল জালিয়াতি মামলায় গ্রেপ্তার ২

#

২৬ জুলাই, ২০২২,  7:40 PM

news image

কক্সবাজার অফিস :

টেকনাফ লেঙ্গুরবিল মিটা পানির ছড়া টেকনাফ পল্লীর মোঃহাছন (৭২) এর মালিকানাধীন জমির দলিল জালিয়াতির মামলায় কক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডস্হ পূর্ব বড়ুয়া পাড়ার মনি কুমার বড়ুয়া (৪০) সহ ২ আসামিকে কারাগারে পাঠিয়েছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।


সোমবার (২৫ জুলাই২০২২) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকী (টেকনাফ) আদালতের বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।বাদি পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র আইনজীবী মো. আবদুল মন্নান।

জানা যায় আসামি মনি কুমার বড়ুয়া কক্সবাজার পৌরসভ ৬ নং ওয়াড পূর্ব বড়ুয়া পাড়ার মৃত চান কুমার বড়ুয়ার ছেলে। অপর আসামি আবুল মনসুর (৩৫) কক্সবাজার সদরের পিএমখালীর মুহসিনিয়া পাড়ার বশির আহমদের ছেলে। তারা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (টেকনাফ) আদালতের সিআর মামলা নং—৩৮০/২০১৮ এর আসামি। যার ধারা—৪২০/৪৬৫/৪৬৮/৪৭১/৩৪ পেনাল কোড।

মামলার বাদি টেকনাফ লেঙ্গুর বিলের মিটা পানির ছড়ার মৃত মকতুল হোসাইনের ছেলে মো. হাছন (৭২)।

টেকনাফ সাব রেজিস্ট্রি অফিসে ১০ জন মিলে দলিল জালিয়াতির অভিযোগে দায়েরকৃত মামলার বাকি আসামিরা হলেন, নজরুল ইসলাম (৬৬), এমদাদুল ইসলাম (৭৮), মো. নুরুল আলম (৮৮), আবদুল কাইয়ুম, বেলালুল মোস্তফা, (৪৩) সলিমুল মোস্তফা, নাসির উদ্দিন ও সৈকত বড়ুয়া।

মামলাটি সরেজমিন তদন্তপূর্বক গত ৩১ মার্চ আদালতে প্রতিবেদন দাখিল করেন কক্সবাজার সিআইডির ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম।

মামলার তদন্ত কর্মকর্তা অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করেন, সাফ কবলা দলিল নং—২২৯২, তাং—০১/০৭/২০১০ ইং ও সাফ কবলা দলিল নং—৪০৩৫ তাং ১৯/১২/২০১০ এর সহি মুহুরী নকলের ফটোকপি এবং সিআইডির অংগুলাংক বিশারদের মতামত পর্যালোচনায় বিবাদী নজরুল ইসলাম, এমদাদুল ইসলাম, মো. নুরুল আলম, মনি কুমার বড়ুয়া, আবুল মনসুর, আবদুল কাইয়ুম, বেলালুল মোস্তফা, নাসির উদ্দিন ও সৈকত বড়ুয়াগণের বিরুদ্ধে অভিযোগ তদন্তে পরস্পর যোগসাজোসে জালিয়ত সত্য প্রমাণিত হয়েছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী