কক্সবাজারে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন
২৯ মার্চ, ২০২২, 9:53 AM

NL24 News
২৯ মার্চ, ২০২২, 9:53 AM

কক্সবাজারে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন
নিজস্ব প্রতিনিধি : কক্সবাজার শহরে সোমবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার শহরের সিটি কলেজ গেটের সামনে প্রধান সড়কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিদুয়ান নামে এক কলেজছাত্র খুন হয়েছেন।
নিহত রিদুয়ান শহরের ৬নং ওয়ার্ডের সাহিত্যিকা পল্লী এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে ও চট্টগ্রাম মহসীন কলেজ অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
এদিকে নিহতের স্বজনদের দাবি, ছিনতাইকারীর এলোপাথাড়ি ছুরিকাঘাতে রিদুয়ানের মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে ভিন্ন কথা।
নিহতের নিকট আত্মীয় শাহজাহান জানান, শহরের রুমালিয়ারছড়া পিটি স্কুল এলাকার ছোটনের নেতৃত্বে গরু হালদা এলাকার আহাত, রাহাত, সাকিবসহ আরও ৮/১০ জন মিলে রিদুয়ানকে সিটি কলেজ গেটের প্রধান সড়কে ঘিরে ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
পরে রিদুয়ানকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ এখন হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান তিনি।
নিহতের বাবা আবু বক্কর সিদ্দিক কক্সবাজার সদর হাসপাতালের মর্গে বলেন, ছুরিকাঘাত করে আমার ছেলেকে যারা হত্যা করেছে। আমি তাদের দ্রুত আটক করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি।
তবে কক্সবাজার সদর মডেল থানার ওসি মনীরুল গিয়াস বলেন, ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি। মূলত দুই কিশোর গ্রুপের মধ্যে মারামারির এ পর্যায়ে ছুরিকাঘাতে কলেজছাত্র রিদুয়ানের মৃত্যু হয়েছে বলে আমরা খবর পেয়েছি। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হবে। জড়িতের গ্রেফতারের অভিযান চলছে।