কক্সবাজারে চলাচলের রাস্তা ও নালা দখল করে স্থাপনা নির্মাণ
২২ ফেব্রুয়ারি, ২০২৩, 10:24 PM

NL24 News
২২ ফেব্রুয়ারি, ২০২৩, 10:24 PM

কক্সবাজারে চলাচলের রাস্তা ও নালা দখল করে স্থাপনা নির্মাণ
কক্সবাজার অফিস
কক্সবাজার শহরের পশ্চিম পাহাড়তলী বড়ুয়া পাড়ায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে চলাচলের রাস্তার জায়গা ছেড়ে না দিয়ে উল্টো পৌরসভার নালা দখল করে বহুতল ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে দীপক বড়ুয়া নামক এক ব্যক্তির বিরুদ্ধে।
সরেজমিন ঘুরে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, দীপক বড়ুয়া কউকের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণ করে যাচ্ছেন, তাও আবার রাস্তার জায়গা ও নালা দখল করে৷ সে ভবন নির্মাণ করার পূর্বে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভবনের অনুমোদন নেন । উন্নয়ন কর্তৃপক্ষের দেয়া অনুমোদনে পরিস্কারভাবে উল্লেখ রয়েছে ভবন নির্মাণ করার সময় ভবনের সামনের মেইন রোড আর দক্ষিণ পাশের বৌদ্ধ মন্দির ও স্থানীয়দের চলাচলের রাস্তা থেকে ৩ ফুট ভিতরে ভবন নির্মাণ করতে হবে । কর্তৃপক্ষের কঠোর নির্দেশনা থাকা সত্ত্বেও দীপক বড়ুয়া কোন ধরনের নির্দেশনার তোয়াক্কা না করে উল্টো প্রভাব বিস্তার করে এলাকাবাসীর চলাচলের রাস্তা ও ভবনের সামনে পৌরসভার রাস্তার পানি চলাচলের নালার জায়গা দখল করে তার উপরে ভবনের সীমানা প্রাচীর ও দোকান নির্মাণ করে সেটা ভাড়া দিয়েছেন। এতে করে দুই শতাধিক পরিবার আর বৌদ্ধ মন্দিরে চলাচলের রাস্তাটি সংকুচিত হয়ে পড়েছে । যার ফলে ফায়ারসার্ভিস, এ্যাম্বুলেন্সসহ ও জরুরী কোন যানবাহন প্রবেশ করতে পারছে না এলাকায় । এতে করে ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে ।
স্থানীয়রা বিষয়টি নিয়ে কক্সবাজার উন্নয়ন কর্তুপক্ষের বরাবরে বেশ কয়েকবার লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড কর্মকর্তা মোঃ রিশাদ উন নবী ও ইমারত পরিদর্শক ডেভিড চাকমা উক্ত স্থান পরিদর্শন করলে রাস্তা দখলের প্রমান মিলে তাদের কাছে। এরপর কউক এর পক্ষ থেকে দীপক বড়ুয়াকে মৌখিক ও নোটিশের মাধ্যমে কঠোরভাবে নির্দেশ দেয়া হয়, অবৈধভাবে দখলে থাকা নালা এবং দক্ষিণ পাশে চলাচলের রাস্তার জায়গা ছেড়ে দেয়ার জন্য। কিন্তু রহস্যজনক কারনে সেই অবৈধ দখলকৃত রাস্তার জায়গা এখনো ছেড়ে দেইনি দীপক।
স্থানীয় বাসিন্দা বাবুল বড়ুয়া, সুমন বড়ুয়া, রবিন্দ্র বিজয় বড়ুয়া সহ একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন, দীপক বড়ুয়া উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ভবন নির্মাণ করলেও নির্দেশনা অমান্য করছে। পর্যাপ্ত রাস্তা ছেড়ে দিয়ে ভবন নির্মাণ করতে কউক নির্দেশ দিয়েছেন । কিন্তু দীপক বড়ুয়া কউকের নির্দেশনার তোয়াক্কা না করে রাস্তা না ছেড়েই ভবন নির্মাণ করছে। ইতিমধ্যে ভবনের চারতলা কাজ শেষ করা হয়েছে। এমন অবস্থায় কউক যদি কোন ব্যবস্থা না নেন তাহলে এলাকাবাসীর সাথে ভবনের মালিক দীপক বড়ুয়ার মধ্যে বড় ধরনের একটা সমস্যা সৃষ্টি হবে বলে মন্তব্য করেন তারা।
স্থানীয়রা আরো জানান, দীপক জোর কাটিয়ে এসব কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তার কারণে এলাকার সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। এবিষয়ে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
অভিযোগের ব্যাপারে জানার জন্য দীপক বড়ুয়ার মোবাইলে কল করলে তার স্ত্রী কল রিসিভ করে জানান, এই এলাকায় আগে নির্মাণ করা অনেকে রাস্তার পর্যাপ্ত জায়গা না রেখে বাড়ি করেছে। তারা রাস্তা ছেড়ে দিলে আমরাও ( দীপক বড়ুয়া) ছেড়ে দেবেন বলে তিনি জানান।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড কর্মকর্তা রিশাদ উন নবী জানান , কয়েকবার সরেজমিনের গিয়ে দীপক বড়ুয়াকে সতর্ক করা হয়েছে। তারপরও তিনি নির্দেশ অমান্য করে চলেছেন। আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি।