কক্সবাজারে এনজিও কর্মীর লাশ উদ্ধার
০৩ ফেব্রুয়ারি, ২০২৩, 11:04 PM

NL24 News
০৩ ফেব্রুয়ারি, ২০২৩, 11:04 PM

কক্সবাজারে এনজিও কর্মীর লাশ উদ্ধার
কক্সবাজার অফিস:
কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে এক নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিক তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আনুমানিক ২৫ বছর বয়সী ওই তরুণীর নাম নিশাত বলে জানা গেছে।
পাশের ফ্ল্যাটের লোকজন জানান- পশ্চিম বাহারছড়া এলাকায় গফুর সওদাগরের মালিকানাধীন ভবনের ৪র্থ তলায় একমাস আগে ফ্ল্যাট ভাড়া নেন ওই নারী এনজিও কর্মী। তিনি একাই থাকতেন ফ্ল্যাটে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, রাত সাড়ে ১১ টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।