কক্সবাজারের মহিলা দশ লক্ষ টাকার চেক প্রতারণা মামলা করে বিপাকে
১২ ডিসেম্বর, ২০২২, 11:33 PM

NL24 News
১২ ডিসেম্বর, ২০২২, 11:33 PM

কক্সবাজারের মহিলা দশ লক্ষ টাকার চেক প্রতারণা মামলা করে বিপাকে
কক্সবাজার অফিস :
পাওনা দশ লক্ষ টাকা আদায়ে জিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে চেক প্রতারণা মামলা করে চরম বিপাকে ও নিরাপত্তাহীনতায় ভুগছেন কক্সবাজার শহরের মেহেরুন নেছা নামের এক মহিলা।
তিনি গনমাধ্যমকে জানান, সরল বিশ্বাসের সুযোগ নিয়ে ব্যবসা সংক্রান্ত কথা বলে ১০ লক্ষ টাকা হাতিয়ে নেন। টাকা গ্রহনের পর তার মতিগতি সন্দেহ মনে হলে টাকা ফেরত চাই। তখন সে একখানা ১০ টাকার চেক প্রদান করেন। তারিখ অনুযায়ী ব্যাংকে গিয়ে দেখি তার নামীয় ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিঃ হিসাব নাম্বারে কোন টাকা নেই। পরে উদ্ধারে মামলা করতে বাধ্য হই। তারপর থেকে মামলা তুলে নিতে তাকে অব্যাহত ভাবে হুমকি দিচ্ছেন বিবাদী।
কক্সবাজার শহরের তারাবনিয়াছড়ার মীর আকাশের স্ত্রী মেহেরুন নেছা কক্সবাজার সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে গত ১৯ জুন সদর উপজেলার খুরুশকুলের কাউয়ার পাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে জিয়াউর রহমানের বিরুদ্ধে দশ লক্ষ টাকার চেক প্রতারণা মামলা দায়ের করেন।এর আগে চেক ডিজ অনার,লিগ্যাল নোটিশ, লিগ্যাল নোটিশ পত্রিকায় প্রকাশসহ যাবতীয় আইনী প্রক্রিয়া সমপন্ন করেন মামলার বাদী মেহেরুন নেছা। বাদীর অভিযোগ যে কোন সময় বিবাদী জিয়াউর রহমান বিদেশে চলে যেতে পারে বা নানাভাবে তার ক্ষতি সাধন করতে পারে।তাই তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট কতৃপক্ষের সহায়তা কামনা করেন। এ ব্যাপারে বিবাদী জিয়াউর রহমানের কাছে জানতে চাইলে টাকা পাওনার বিষয়টি অস্বীকার করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই দিবাশ জানিয়েছেন বিষয়টি আদালতের নির্দেশে যাচাই বাছাইয়ের কাজ চলছে।