ঢাকা ২১ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

কক্সবাজারের ৪ জন মাদক ব্যবসায়ী চট্টগ্রামে আটক : প্রাইভেটকার জব্দ

#

০৫ ফেব্রুয়ারি, ২০২৩,  9:05 PM

news image

নুর মোহাম্মদ, রামু ( কক্সবাজার) 

কক্সবাজারের ৪জন মাদককারবারী প্রাইভেটকারসহ চট্টগ্রামের কর্ণফুলি এলাকা হতে ৯ হাজার ৮শত ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে একটি প্রাইভেটকারযোগে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ চট্টগ্রামের আনোয়ারা-বাঁশখালী দিয়ে চট্টগ্রাম মহানগরীর দিকে আসছে।

চট্টগ্রামের কর্ণফুলি শিকলবাহার এলাকায় শনিবার ৪ ফেব্রুয়ারী সকাল ৮টা ৪০ ঘটিকার সময় পাকা রাস্তার উপর একটি অস্থায়ী  চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে।

এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা গাড়ীটি থামানোর সংকেত দিলে গাড়ীটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কারসহ তাদের গ্রেফতার করে।

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার গোদারব্রীজ এলাকার অাবদুল গফুরের পুত্র মো: শফিক অালম ৫৩, চকরিয়ার রামপুর এলাকার জয়নাল অাবদীনের পুত্র  হাবিবুল্লাহ মেজবাহ(৩০), উত্তর হারবাং এলাকার মৃত তাজ মল্লুক এর পুত্র মোঃ আবু তাহের(৫৫), ও উত্তর হারবাং এর মৃত কাদির হোসেনের সামসুন্নাহার (৪৫)।

 র‍্যাব-১৫ এর সংবাদ সুত্রে এসব তথ্য রবিবার বিকালে জানাগেছে।

উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃতদের জিজ্ঞাসাবাদে প্রাইভেটকারের পিছনের সীটের উপর কাগজ ও রাবার দ্বারা মোড়ানো অবস্থায় মোট ৯,৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়। 

তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে জব্দকৃত প্রাইভেটকারটি ব্যবহার করে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য কথিত ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে আসছে।  উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী