ঢাকা ২১ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে ভয়াবহ আগুন

#

০৫ মার্চ, ২০২৩,  5:07 PM

news image

কক্সবাজার অফিস 

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছেনা। আগুনের তীব্রতা বেড়েছে বহুগুণ। আগুনের ভয়াবহ থাবায় কক্সবাজার - টেকনাফ মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে৷ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী। 


বালুখালী  রোহিঙ্গা শিবিরের  ৯, ১০,  ১১ ও ১২ রোহিঙ্গা ক্যাম্প গুলোয় আগুন ছড়িয়ে পড়েছে  ।  রোববার (৫ মার্চ) বিকেল সাড়ে ৩ টার  দিকে ক্যাম্পের ‘ডি’ ব্লকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে। 


 

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ারসার্ভিসের অন্তত ৯টি ইউনিট।  



কক্সবাজার ফায়ারসার্ভিসের  উপ সহকারী পরিচালক অতীশ চাকমা বলেন, আগুন লাগার খবর পাওয়া মাত্র আগুন নিয়ন্ত্রণে ছুটে যায় আমাদের টিম। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আমাদের ৯ টি ইউনিট।   বাতাস বেশি থাকায় আগুন মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে গেছে৷ আগুনের তীব্রতা এতই বেশি যার কারণে সহজে নিয়ন্ত্রণে আসছেনা।   আগুন নিয়ন্ত্রণে  আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। 

তবে কোথা থেকে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনই বলা যাচ্ছেনা৷ 

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, 

আগুনের ভয়াবহ তীব্রতা বেড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে  কাজ করছে ফায়ারসার্ভিস, এপিবিএন পুলিশ ও সেনাবাহিনী । অগ্নি ছড়িয়ে পড়ার সম্ভাব্য স্থান থেকে   লোকজন ও মালামাল সরানো হচ্ছে । হতাহতের মতো কোন ঘটনা এখনো হয়নি। বিস্তারিত পরে জানানো হবে। 

৮ এবিপিএন এর সিনিয়র সহকারি পুলিশ সুপার ফারুক আহমেদ জানিয়েছেন, সাড়ে  ৩ টার দিকে হঠাৎ করে আগুন দেখা যায়। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ক্যাম্পের ঘরগুলো পাশাপাশি হওয়ায় আগুন  দ্রুত সবদিকে  ছড়িয়ে  পড়েছে। আগুন নিয়ন্ত্রণে  উখিয়া,  টেকনাফ ও কক্সবাজার স্টেশনের ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। ইতিমধ্যে শত শত ঘর আগুনে পুঁড়ে গেছে। হতাহতের কোন তথ্য  পাওয়া যায়নি। 

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী