ঢাকা ০২ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
বাকলিয়ায় গ্রেফতার পটিয়ার ছাত্রলীগ নেতা সাজ্জাদ পটিয়ায় চুরির ঘটনায় গ্রেফতার ৩, স্বর্ণালঙ্কার-মোবাইল উদ্ধার মঙ্গলবার থেকে ঢাকা-ময়মনসিংহে সব থানায় অনলাইন জিডি শুরু আটক হওয়া বাংলাদেশিদের কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশিয়া পুলিশ চাকরি ছেড়ে রিলস বানিয়ে কোটি টাকা আয় করছেন অভিনেত্রী ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান’, ১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস‌ উত্তরা, ধানমণ্ডি, পল্টনে পরীক্ষামূলক ই-রিকশা চালু আগস্টে এনবিআর কর্মকর্তাদের শাটডাউনে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের ৬ দফা দাবি: বৈষম্য ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫

এসএসসি ফলাফল : কক্সবাজারে ২৩ হাজার ১শ ৫৯ শিক্ষার্থী কৃতকার্য

#

৩০ ডিসেম্বর, ২০২১,  11:48 PM

news image
ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধি ঃ

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে কক্সবাজার  জেলায় এবারে কৃতকার্য হয়েছে ২৩ হাজার ১শ ৫৯ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১০ হাজার ৯শ ৯৪ জন এবং ছাত্রী ১২ হাজার ১শ ৬৫ জন। পাশের হার ৯০.৯৪ শতাংশ। সর্বমোট জিপিএ -৫ পেয়েছে এক হাজার ৫শ ৯৫ জন শিক্ষার্থী।

এবারের ফলে সব দিক থেকেই এগিয়ে আছে মেয়েরা। মেয়েদের পাশের হার ৯১.৩৬ শতাংশ ও ছেলেদের পাশের ৯০.৪৯ শতাংশ। জিপিএ-৫ এর দিক থেকেও এগিয়ে থাকা মেয়েরা পেয়েছে ৮শ ৮৩ জন এবং ছেলেরা পেয়েছে ৭শ ১২ জন।

এদিকে শতভাগ পাশের হার ও ১৮৬ জিপিএ ৫ নিয়ে ফলাফলে জেলার শীর্ষে রয়েছে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শীর্ষস্থান দখল করায় উচ্ছ্বসিত এ বিদ্যালয়ের ছাত্রীরা।

অন্যদিকে প্রকাশিত ফলাফলে জেলার ২য় সর্বোচ্চ সাফল্য পেয়েছে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবারে জিপিএ ৫ পেয়েছে ১৪৫ ছাত্র এবং পাশের হার ৯৮.৮৭ শতাংশ। এই বিদ্যালয়ের ৩ অকৃতকার্য শিক্ষার্থীর মধ্যে একজন পরীক্ষার্থীর পরীক্ষার আগে মৃত্যু হয়।

ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন 

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ফল প্রকাশ করা হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পরীক্ষার ফল প্রকাশ করা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের যোগ দেন প্রধানমন্ত্রী।



logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী