এসআইকে কুপিয়ে জখম, গ্রেফতার ৪
১২ এপ্রিল, ২০২২, 1:53 PM

NL24 News
১২ এপ্রিল, ২০২২, 1:53 PM

এসআইকে কুপিয়ে জখম, গ্রেফতার ৪
নিজস্ব প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী এলাকার খাসেরহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শককে (এসআই) কুপিয়ে জখমের ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার সকালে আহত এসআই পলাশ কুমার বাদী হয়ে কালকিনি থানায় একটি মামলা করলে রাতে ওই চার আসামিকে গ্রেফতার করে পুলিশ।
এ মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।
গ্রেফতার আসামিরা হলেন— মো. সজীব মৃধা (৩২), সোহাগ খান (২৫), ফয়সাল (২২) ও ইউনুস সরদার (২৬)।
মামলা ও এলাকা সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের আল আমিন হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মহিউদ্দিন লাট্টু বেপারিকে (৫৫) গ্রেফতার করার জন্য বাঁশগাড়ীর মধ্যেরচর গ্রামে সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার রাতে অভিযান চালায় খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই পলাশ কুমার দাস। এ সময় আসামিপক্ষের লোক পলাশ ও তার ফোর্সদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে করে গুরুতর আহত হন এসআই পলাশ কুমার। পরে থানা পুলিশ আহত অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সেখানে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে কালকিনি থানার ওসি মো. ইশতিয়াক আশফাক রাসেল মঙ্গলবার জানান, এসআই পলাশের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরার চেষ্টা অব্যাহত আছে।