এবার পদত্যাগ করলেন চমেবি উপাচার্য’র
০৫ সেপ্টেম্বর, ২০২৪, 7:35 PM

NL24 News
০৫ সেপ্টেম্বর, ২০২৪, 7:35 PM

এবার পদত্যাগ করলেন চমেবি উপাচার্য’র
চট্টগ্রাম ব্যুরো: এবার পদত্যাগ করেছেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান। শারীরিক অসুস্থতা কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
জানা যায়, ২০১৭ সালের ১০ এপ্রিল চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পান ডা. ইসমাইল খান। এছাড়া তিনি ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিনের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) আলাউদ্দিন স্বপন বলেন, চমেবি উপাচার্য দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন। চিকিৎসক পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
তাই ২ সেপ্টেম্বর বিকেলে মন্ত্রণালয়ের গিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন। তিনি দায়িত্ব ছাড়ার আগে এমবিবিএসসহ সব পরীক্ষার ফলাফল প্রকাশ করে যান। তার ওপর রাজনৈতিক কোনো চাপ ছিল না বলে জানান এ কর্মকর্তা।