ঢাকা ২১ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
পটিয়ায় ব্যবসায়ীকে বেধরক পিটিয়ে টাকা ছিনতাই ভারত থেকে ৬৫ ট্রিলিয়ন ডলারের সম্পদ নিয়ে গেছে ব্রিটেন মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ভর্তি স্থগিত পটিয়ায় শিশু বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার নানা নাটকীয়তার পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর মারা গেছেন জাতীয় কবির নাতি বাবুল কাজী আগামীকাল শপথ নেবেন ট্রাম্প, প্রথম দিন কী করবেন বাংলাদেশে এসে গাছ কাটার জন্য বিএসএফের দুঃখ প্রকাশ শরণার্থীদের দাবি মেনে ম্যানস্টনে তদন্তের ঘোষণা যুক্তরাজ্যের হোম অফিস টিউলিপের পদত্যাগ নিয়ে ইলন মাস্কের পোস্ট

এবার ঘরের মাঠে মিলানের কাছে উড়ে গেল রিয়াল

#

ক্রীড়া ডেস্ক

০৬ নভেম্বর, ২০২৪,  12:16 PM

news image
ছবি: সংগৃহীত

মাত্র ১০ দিনের ব্যবধানে ঘরের মাঠে দ্বিতীয়বারের মতো হতাশার হার দেখল রিয়াল মাদ্রিদ। এবার চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের বিপক্ষে ৩-১ গোলের বড় ব্যবধানে হেরে গেল কার্লো আনচেলত্তির দল। 

চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরে প্রথম দুই ম্যাচে হারের পর মিলান টানা দুই ম্যাচে জয় পেল। ম্যাচের শুরুতেই জার্মান ডিফেন্ডার মালিক চাওয়ের গোলের মাধ্যমে এগিয়ে যায় মিলান। তবে কিছুক্ষণ পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র রিয়ালের হয়ে সমতা ফেরান। 

ম্যাচের ৩৯তম মিনিটে আবারও এগিয়ে যায় মিলান। রাফায়েল লেয়াওয়ের নেওয়া শট গোলরক্ষক আন্দ্রি লুনিন ঠেকালেও বল বিপদমুক্ত করতে না পারায় আলভারো মোরাতা আলগা বল পেয়ে গোল করেন। এতে ২-১ গোলে এগিয়ে যায় এসি মিলান।

বিরতির পর রিয়ালের দুর্বল রক্ষণভাগের সুযোগ নিয়ে ম্যাচের ৭৩তম মিনিটে তৃতীয় গোলটি করেন ডাচ মিডফিল্ডার টিয়ানি রেইন্ডার্স। লেয়াওয়ের পাস ধরে নিখুঁত শটে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান তিনি।

এই পরাজয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখার অভিযানে বড় ধাক্কা খেলো রিয়াল মাদ্রিদ। চার ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে নেমে গেছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে উঠেছে মিলান। একই সময়ে শুরু আরেক ম্যাচে বায়ার লেভারকুজেনকে ৪-০ গোলে হারিয়েছে লিভারপুল। চার ম্যাচে শতভাগ সাফল্যে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী