এপেক্স ক্লাব অব পটিয়ার একুশে ফেব্রুয়ারি শহীদের স্বরণে শ্রদ্ধাঞ্জলী
২২ ফেব্রুয়ারি, ২০২২, 9:34 PM

NL24 News
২২ ফেব্রুয়ারি, ২০২২, 9:34 PM

এপেক্স ক্লাব অব পটিয়ার একুশে ফেব্রুয়ারি শহীদের স্বরণে শ্রদ্ধাঞ্জলী
সনজয় সেন,পটিয়া প্রতিনিধিঃ এপেক্স ক্লাব অব পটিয়ার আয়োজনে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
একুশে ফেব্রুয়ারি সকালে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব পটিয়ার সভাপতি এপেক্স সৈয়দ মিয়া হাসান, সিনিয়র সহ সভাপতি এপেক্স আলমগীর আলম, এপেক্স সৈয়দ তালুকদার খোকন ,মোরশেদুর রেজা সবুজ,মোরশেদুল আলম,ফারুক আহমেদ রাজু, জিয়াউর রহমান, ইব্রাহিম রানা, আরাফাতুর রহমান প্রমুখ।
এতে বক্তারা বলেন মহান ভাষা দিবস আমার মায়ের ভাষাকে উজ্জীবিত করে। মাতৃভাষাকে আজ আন্তর্জাতিক ভাষা হিসাবে পালন করা হয় এটি আমাদের জন্য অনেক গৌরবের, বাংলাভাষা চর্চায় নতুন প্রজন্মকে আরও বেশি বেশি এগিয়ে আসার আহবান জানান।