
NL24 News
১৭ মার্চ, ২০২৩, 10:09 PM

এপেক্স ক্লাব অব পটিয়ার ডিনার পার্টি ও সংবর্ধনা অনুষ্ঠিত
পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় গুলশান মেহেরীন রেস্টুরেন্টে ১৭ মার্চ ২০২৩ শুক্রবার সন্ধ্যা আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়ার ফ্লোর মেম্বার নুরুল ইসলাম মাস্টার এডভোকেটশিপ অর্জন করায় এপেক্স ক্লাব অব পটিয়ার পক্ষ থেকে সম্বর্ধনা দেয়া হয়। ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আলমগীর আলম ও সদস্য ইব্রাহিম তালুকদার কে পবিত্র ওমরা হজ্ব পালন শেষে দেশে ফিরায় তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় । সংবর্ধনা ও ডিনার পার্টিতে উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ মিয়া হাসান, সেক্রেটারি এন্ড ডি এন এডিটর মোঃ লিয়াকত আলী, সাংবাদিক আব্দুল হাকিম রানা, ক্লাবের এক্সপেনসন ডিরেক্টর মোরশেদূর রেজা সবুজ ,মেম্বারশিপ এন্ড অ্যাটেনডেন্স ডিরেক্টর আবদুল্লাহ ফারুক রবি, ক্লাব সদস্য নাফিস করিম চৌধুরী, অ্যাডভোকেট মাইনুদ্দিন সুমন, পটিয়া বারের সিনিয়র সদস্য এডভোকেট আশিস কুমার চৌধুরী, আনিসুর রহমান, সাংবাদিক এস এম জুয়েল সহ অনেকে। ক্লাব প্রেসিডেন্ট সৈয়দ মিয়া হাসান বলেন , আমাদের ক্লাবকে মানুষের জন্য আরও বেশি সেবা কার্যক্রম পরিচালনা করতে হবে। মিটিং এ রমজান মাসে এতিমখানার বাচ্চাদের সাথে ইফতারের আয়োজন, ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপন সহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়।