ঢাকা ২২ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয় আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয় ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২

এপেক্স ক্লাব অফ পটিয়া এর আয়োজনে এতিম শিক্ষার্থীদের মাঝে মৌসুমী ফল উৎসব

#

২৪ জুন, ২০২৩,  12:10 AM

news image

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়ার আয়োজনে গতকাল শুক্রবার পটিয়া আমিরুল আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে মৌসুমী ফল আম, জাম, কাঠাল, বৈচিফল সহ নানা মৌসুমী ফল বিতরন এর আয়োজন করা হয়।

এপেক্স ক্লাব অব পটিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি এপেক্সিয়ান  সৈয়দ মিয়া হাসান এর সভাপতিত্বেপ্রধান অতিথি ছিলেন কে ই পি জেড এর এইচ আর ম্যানেজার পটিয়া এপেক্স ক্লাবের ফ্লোর মেম্বার জসীম উদ্দিন।


উদ্বোধন করেন পটিয়া এপেক্স ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলমগীর আলম, বিশেষ অতিথি জুনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ  তালুকদার খোকন,এপেক্স ক্লাবের সেক্রেটারী এপেক্সিয়ান লেয়াকত আলীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন মাদ্রাসার কর্মকর্তা সরওয়ার আমেরী,ক্লাব এক্সপেনসন ডিরেক্টর মোরশেদূর রেজা সবুজ, মেম্বার মিডিয়া ব্যাক্তিত্ব নাফিজ করিম চৌধুরী, মোসলেহ উদ্দিন প্রমুখ।

এতে বক্তারা সামজিক কাজের পাশাপাশি পটিয়া এপেক্স ক্লাব মানবিক যে কাজ করে যাচ্ছেন তার প্রশংসা করেন এবং আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান। 


প্রধান অতিথি বলেন,পটিয়া এপেক্স ক্লাবের গতিশীল কর্মকান্ড আরও বেশি বেশি করতে সহযোগিতার আশ্বাস দেন।পরে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ফল উৎসব উদযাপন করা হয়।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী