নিজস্ব সংবাদদাতা
৩০ জুন, ২০২৩, 3:15 PM
এপেক্স ক্লাবের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ: পটিয়া পৌরসভা বিজয়ী
নাফিজ করিম চৌধুরী:- আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়ার আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় পটিয়া এ এস রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল ম্যাচ আয়োজন করা হয়।
এতে পটিয়া পৌরসভা ফুটবল টিম ৩ -০ গোলে উপজেলা ফুটবল টিমকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
পৌরসভা ফুটবল দলের হয়ে খেলায় অংশগ্রহণ করে এপেক্সিয়ান আলমগীর আলম (অধিনায়ক), এপেক্সিয়ান মোরশেদ রেজা, নাফিজ করিম চৌধুরী, হাসান মানিক, আবদুল্লাহ ফারুক রবি, লিয়াকত আলী, ছৈয়দ তালুকদার খোকন, রিয়াজ শাহেদ, ওমর ফারুক ও মোরশেদ আলম।
পটিয়া উপজেলা ফুটবল দলের হয়ে খেলায় অংশগ্রহণ করে, এপেক্সিয়ান আরাফাত হোসেন(অধিনায়ক), এপেক্সিয়ান ছৈয়দ মিয়া, হাসান, নুরুল ইসলাম, হাবিবুর রহমান, জসিম উদ্দিন, আব্দুল মোমেন, সঞ্জয় সেন, ইব্রাহিম রানা ও রুবেল।
এইদিকে প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে পটিয়া পৌরসভা ফুটবল টিম জয়লাভ করায় এপেক্স জাতীয় কমিটি ও চট্টগ্রাম জেলা ০৩ এর পক্ষ হতে অভিনন্দন জানানো হয়েছে।