ঢাকা ১৬ সেপ্টেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
প্রিয়নবীর শুভাগমন ঈদে আজম উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ ইউনুস মাঝির মৃত্যুতে শিল্প এলাকা ক্রীড়া পরিষদের শোক চট্টগ্রামে অস্ত্রের খুঁজে স্বেচ্ছাসেবক দল নেতার ঘরে তল্লাশি, মারধর পটিয়ায় কেলিশহর আর্বাণ কো অপারেটিভের নির্বাচনে সভাপতি আশীষ দে, সম্পাদক রূপন কুমার দে পটিয়ায় কেলিশহর আর্বাণ কো অপারেটিভের নির্বাচনে সভাপতি আশীষ দে, সম্পাদক রূপন কুমার দে চট্টগ্রামে ডেঙ্গু চিকিৎসাধীন দুই নারীর মৃত্যু প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মাতারবাড়ীর ব্যবসায়ী সেলিম উল্লাহ সেলিম চট্টগ্রাম-কক্সবাজার রুটে যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি টাকা পুলিশ কমিশনার মহোদয়ের গাজীপুরের সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আওলিয়াকেরামের মাজার শরীফে হামলার প্রতিবাদে বিশ্ব সুন্নী আন্দোলন এর বিক্ষোভ মানববন্ধন

এপেক্স ক্লাবের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ: পটিয়া পৌরসভা বিজয়ী

#

নিজস্ব সংবাদদাতা

৩০ জুন, ২০২৩,  3:15 PM

news image

নাফিজ করিম চৌধুরী:- আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়ার আয়োজনে  প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় পটিয়া এ এস রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল ম্যাচ আয়োজন করা হয়।

এতে পটিয়া পৌরসভা ফুটবল টিম ৩ -০ গোলে উপজেলা ফুটবল টিমকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

পৌরসভা ফুটবল দলের হয়ে খেলায় অংশগ্রহণ করে এপেক্সিয়ান আলমগীর আলম (অধিনায়ক),  এপেক্সিয়ান মোরশেদ রেজা, নাফিজ করিম চৌধুরী, হাসান মানিক, আবদুল্লাহ ফারুক রবি, লিয়াকত আলী, ছৈয়দ তালুকদার খোকন, রিয়াজ শাহেদ, ওমর ফারুক ও মোরশেদ আলম।

পটিয়া উপজেলা ফুটবল দলের হয়ে খেলায় অংশগ্রহণ করে, এপেক্সিয়ান আরাফাত হোসেন(অধিনায়ক), এপেক্সিয়ান ছৈয়দ মিয়া, হাসান, নুরুল ইসলাম, হাবিবুর রহমান, জসিম উদ্দিন, আব্দুল মোমেন, সঞ্জয় সেন, ইব্রাহিম রানা ও রুবেল।

এইদিকে প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে পটিয়া পৌরসভা ফুটবল টিম জয়লাভ করায় এপেক্স জাতীয় কমিটি ও চট্টগ্রাম জেলা ০৩ এর পক্ষ হতে অভিনন্দন জানানো হয়েছে।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল