এটা কোনো কেন্দ্র নয় গরুর গোয়াল ঘর-পিজাইটিং অফিসার
নিজস্ব সংবাদদাতা
১৫ জুন, ২০২২, 5:13 PM

নিজস্ব সংবাদদাতা
১৫ জুন, ২০২২, 5:13 PM

এটা কোনো কেন্দ্র নয় গরুর গোয়াল ঘর-পিজাইটিং অফিসার
পটিয়া প্রতিনিধি- চট্টগ্রামের পটিয়া ছনহরা ইউনিয়নের উপনির্বাচনের রমেশ ফনিন্দ্র স্মৃতি পাঠাগারের পিজাইটিং অফিসার মো. আলাউদ্দিন ক্ষোভ প্রকাশ করে এই প্রতিবেদককে বলেন 'এটা কোনো কেন্দ্র নয়, এটা গরুর ঘোয়াল। আপনারা সাংবাদিক আপনারা এটা নিয়ে নিউজ করেন। এই পরিবেশে এখানে ভোট গ্রহণ করা যায় কিনা'।
তিনি বলেন, নির্বাচনে ভোট গ্রহণের যে পরিবেশ দরকার সে পরিবেশ এ কেন্দ্রে একমদ নেই। একটা চেয়ার টেবিল নেই, পাকা নেই, লাইট নেই। ডেকোরেশন এর লাইট, টেবিল, চেয়ার ভাড়া করে আনতে হয়েছে। মসা কামরাচ্ছে এখানে, দিনের বেলা মসার কয়েল জালিয়েছি।
বুধবার দুপুরে উপজেলার ছনহরা ইউনিয়নের উপনির্বাচনে সরেজমীনে পরিদর্শনে গেলে রমেশ ফনিন্দ্র স্মৃতি পাঠাগার ভোট কেন্দ্রের পিজাইটিং অফিসার মো. আলাউদ্দিন এসব কথা বলেন। ভোট গননা সকাল ৯টা থেকে শুরু হয়েছে যা বিকেল ৫টায় শেষ হবে।
এই নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীর মনোয়ন বাতিল হয়ে যাওয়ায় তিন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ দৌলতি, মো. সাহাবুদ্দিন ও জাহেদুল হকের চেয়ারম্যান পদে ভোট গ্রহন শুরু হয়।
এ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ দৌলতী ছাড়া অন্য দুই স্বতন্ত্র প্রার্থীর অল্প কিছু পোস্টার ছাড়া আর কোনো ধরনের কার্যক্রম চোখে পড়েনি। এমনকি নির্বাচনে ৯টি কেন্দ্রে তাদের কোনো এজেন্ট ও দেওয়া হয়নি। এছাড়া নির্বাচন প্রতিদ্বন্ধিতাপূর্ণ না হওয়ায় সকাল থেকেই ভোটার উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি। বিকেল ৩টা পর্যন্ত প্রতিটি কেন্দ্রে মোট ভোটারের ২০ থেকে ৩০% কাস্ট হয়েছে।
শুরু থেকেই এ নির্বাচনকে ঘিরে উত্তাপ থাকলেও ১৩ জুন সুপ্রিম কোর্টের এক আদেশের পর আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মামুনুর রশীদ রাসেলের মনোনয়ন পুনরায় বাতিল হয়ে যাওয়ায় নির্বাচনী উত্তাপ কমে যায়।
#এমএ