ক্রীড়া ডেস্ক
২৫ জুন, ২০২৪, 9:32 AM
এখনো স্বপ্ন দেখছে বাংলাদেশ, আফগানদের সংগ্রহ ১১৫
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে জয়ের দেখা পায়নি টাইগাররা। তাও ক্ষীণ আশা নিয়ে এখনো স্বপ্ন দেখছে বাংলাদেশ। সেমি-ফাইনালে যাওয়ার সম্ভাবনা জিইয়ে রেখেছেন নাজমুল হোসেন শান্ত।
মঙ্গলবারের ম্যাচে অল্প রানে আফগানদের থামিয়ে কিছুটা সম্ভাবনাও দেখা যাচ্ছে। তবে, সেজন্য ১২.১ ওভারের লক্ষ্য পূরণ করতে হবে সাকিবদের।
সুপার এইটের সমীকরণে ভরা শেষ ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেতে ১১৫ রান করেছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেছেন গুরবাজ। শেষ দিকে ১০ বলে ১৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন রশিদ।
তবে আফগানিস্তানের ইনিংসের পর নামা বৃষ্টিতে সমীকরণ বদলেও যেতে পারে আরও।
টস জিতে ব্যাটিং বেছে সতর্ক শুরু করেন এই আফগান ওপেনার। উইকেটের দাবিও হয়ত সেটাই।
এ অবস্থায় যা করার, বাংলাদেশকে তা করতে হবে ১৩ ওভারের মধ্যেই। ১২.১ ওভারে জিতলে তো কথাই নেই, ১২.২ ওভারে জিতলে করতে হবে ১১৮। ১২.৩ ওভারে জিতলে ১১৯, ১২.৪ ওভারে ১২০ আর ১২.৫ ওভারে ১২১ রান করতে হবে।