ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

এক ম্যাচে ৫৬ শটের টাইব্রেক দেখল বিশ্ব

#

ক্রীড়া ডেস্ক

২২ মে, ২০২৪,  1:17 PM

news image
ছবি: সংগৃহীত

সাধারণত একটি ফুটবল ম্যাচের নির্ধারিত সময় ম্যাচে সমতা বিরাজ করলে এক্সট্রা টাইমে খেলা গড়ায়। সেখানেও সমতা থাকলে পেনাল্টি শ্যুট আউটে ম্যাচের ফলাফল নির্ধারণ হয়ে থাকে। এখানে প্রতিটি দলের জন্য ৫টি করে শট বরাদ্দ থাকে। কিন্তু এরপরও ম্যাচে সমতা থাকলে ফিফার আইনানুসারে ‘সাডেন ডেথ’ একটির পর একটি পেনাল্টি চলতে থাকে। যাকে ম্যারাথনও বলা চলে। 

এবার এমনই এক ঘটনা ঘটেছে ফুটবল বিশ্বে। দু’দল মিলে ম্যারাথন এই টাইব্রেকার ৫৬ শটে গিয়ে থামিয়েছে। তবেই মিলেছে ম্যাচের রেজাল্ট। 

সোমবার (২০ মে) ইসরায়েলের তৃতীয় বিভাগের সেমি-ফাইনাল প্রমোশনের প্লেঅফে এসসি দিনোমা ও চিমসন তেল আবিবের ম্যাচে টাইব্রেকারে সবচেয়ে বেশি শটের এই বিশ্বরেকর্ড হয়।

দিনোমা মরুভুমিতে হওয়া সোমবারের ম্যাাচটি ৯০ মিনিট ও পরে অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় ২-২ সমতায়। তৃতীয় বিভাগে ম্যাচটি টাইব্রেকারে দুই দল শট নেয় ২৮টি করে। শেষ পর্যন্ত অনন্তকাল ধরে চলা ম্যাচটি ২৩-২২ গোলে জিতে নেয় দিনোমা।

স্বীকৃত পর্যায়ের ফুটবলে এর আগের রেকর্ডটি ছিল ৫৪ শটের। অবশ্য রেকর্ডটি ছিল ইংল্যান্ডের আর্নেস্ট আর্মস্ট্রং মেমোরিয়াল কাপে বেডলিংটনকে ২৫-২৪ গোলে হারায় ওয়াশিংটন।

এছাড়াও গতবছরে মিশরে মর্ডান ফিউচার ১৪-১৩ গোলে হারায় পিরামিড এফসিকে। এছাড়াও নামিবিয়ায় ২০০৫ সালে ৪৮ পেনাল্টির এক ম্যাচ হয়।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী