এক বোয়ালের দাম ২৪ হাজার টাকা!
২২ এপ্রিল, ২০২২, 5:59 PM

NL24 News
২২ এপ্রিল, ২০২২, 5:59 PM

এক বোয়ালের দাম ২৪ হাজার টাকা!
নিজস্ব প্রতিনিধি : পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের একটি বোয়াল মাছ। মাছটির দাম ধরা হয়েছে ২৪ হাজার টাকা।
শুক্রবার সকাল ৭টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত ৫নম্বর ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ ১৩ কেজি ওজনের বোয়াল মাছটি কিনে নেন।
এ বিষয়ে দৌলতদিয়ার শাকিল-সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান সেখ বলেন, সকালে পদ্মার ১৩ কেজি ওজনের বোয়াল মাছটি উন্মুক্ত নিলামে উঠলে সেটি স্থানীয় মোহন মন্ডলের আড়ত থেকে আমি ১ হাজর ৮শ টাকা কেজি দরে কিনে নিয়েছি। মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে গাজীপুরের এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৮৫০ টাকা কেজি দরে বিক্রি করেছি।