উপজেলা নির্বাহী অফিসার আতিক আল মামুন এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন এপেক্স ক্লাব অব পটিয়া
০২ মার্চ, ২০২৩, 8:19 PM

NL24 News
০২ মার্চ, ২০২৩, 8:19 PM

উপজেলা নির্বাহী অফিসার আতিক আল মামুন এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন এপেক্স ক্লাব অব পটিয়া
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়া এর পক্ষ থেকে পটিয়ার উপজেলা নির্বাহী অফিসার জনাব আতিক আল মামুন এর সাথে সৌজন্য সাক্ষাত এর পর ফুল দিয়ে স্বাগত জানানো হয়।সৌজন্য সাক্ষাতে ইউ.এন.ও. ক্লাব সদস্যদের জানান পটিয়াতে শিশুদের বিনোদনের জন্য ১৭ টি ইউনিয়নে ১৭ টি শিশুপার্ক করার পরিকল্পনা হিসাবে পটিয়ার হাইদগাঁও ও কচুয়া ইউনিয়নে শিশুপার্ক এর জন্য স্থান নির্ধারিত হয়েছে। পর্যায়ক্রমে সব ইউনিয়নে বাস্তবায়ন করা হবে।এতে উপস্থিত ছিলেন ক্লাব এর প্রেসিডেন্ট এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান,জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান তালুকদার খোকন, সেক্রেটারী এন্ড ডি এন ই এপেক্সিয়ান লিয়াকত আলী,এক্সপেনসন ডিরেক্টর এপেক্সিয়ান মোরশেদুর রেজা,ফ্লোর মেম্বার এপেক্সিয়ান আরফাতুর নুর,ফ্লোর মেম্বার এপেক্সিয়ান মীর এরশাদ, ফ্লোর মেম্বার এপেক্সিয়ান নাফিজ করিম চৌধুরী প্রমুখ।