উপজেলা চেয়ারম্যানের সাথে শুভেচ্ছা বিনিময়ে মেম্বার আব্দুল মান্নান গনি
২০ ফেব্রুয়ারি, ২০২২, 10:09 PM

NL24 News
২০ ফেব্রুয়ারি, ২০২২, 10:09 PM

উপজেলা চেয়ারম্যানের সাথে শুভেচ্ছা বিনিময়ে মেম্বার আব্দুল মান্নান গনি
পটিয়াঃ- পটিয়া উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সাথে রবিবার দুপুরে নব নির্বাচিত মেম্বারদের শপথ গ্রহন অনুষ্ঠান শেষে শুভেচ্ছা বিনিময় করেন হাইদগাঁও ৬নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত মেম্বার আবদুল মান্নান গনি।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, হযরত আবুল খায়ের সুলতান পুরী এসোসিয়েশন বাংলাদেশ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সাবেক সভাপতি আবুল কাশেম, হযরত আবুল খায়ের সুলতান পুরী এসোসিয়েশন বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সভাপতি মো. ইয়াছিন, এনামুল হক, হাইদগাঁও ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবু তাহের, মো. ফোরকান, মো. রহিম ছাত্রনেতা মোঃ সাকিব হোসেন, ইমন, আরমান, ফরহাদ, মাসুদ প্রমুখ।
এসময় উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম বলেন, তৃণমূল পর্যায়ে জনগণের সাথে ইউপি সদস্যদের সম্পৃক্ততা খুবই গুরুত্বপূর্ণ। সরকারের সকল কর্মকাণ্ড ও উন্নয়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে নবনির্বাচিত সদস্যদের দায়িত্ব পালন করার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।