ঢাকা ২১ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয় আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয় ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২

উত্তর কাট্টলীতে জমি নিয়ে বিরোধ, সন্ত্রাসী হামলায় সাবেক ছাত্রলীগ নেতা আহত

#

নিজস্ব সংবাদদাতা

৩১ জুলাই, ২০২৩,  8:40 PM

news image

সীতাকুণ্ড ( চট্টগ্রাম ) প্রতিনিধি:- চট্টগ্রামের উত্তর কাট্টলীতে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি কুতুব উদ্দীন আহত হয়েছেন।

রবিবার দুপুরে বিশ্বাস পাড়ায় এ ঘটনা ঘটে। আহত কুতুব উদ্দীন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় দু’পক্ষ থেকে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

কুতুব উদ্দিনের ছেলে নাঈম মিশফাত জানান, সকালে পৈত্রিক ভিটায় ভবন নির্মাণের সময় দাউদ, শিবলু, এরশাদ, ইকরামসহ ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল এসে নির্মাণ শ্রমিকদের উপর হামলা চালায়। এতে বাধা দিতে গেলে কুতুব উদ্দিন ও ভাই মৃত আনছার উদ্দিনের কন্যা শায়লা আক্তার আহত হন। পরে পুলিশ এসে একজন নির্মাণ শ্রমিকসহ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

অপরপক্ষের আশিক চৌধুরী শিবুল বলেন, আমাদের বাড়ির চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে ভবন নির্মাণ করতে চেয়েছিল তারা। এ পথে আমরা প্রায় ১০-১২ পরিবারের লোকজন চলাচল করি। সকালে আমরা সবাই মিলে রাস্তা বন্ধের প্রতিবাদ করতে গেলে তারা আমাদের উপর হামলা করে। এতে আমিসহ আরও কয়েকজন আহত হয়েছে।

এ বিষয়ে সাবেক ছাত্রলীগ নেতা সিটি কলেজের সাবেক ভিপি সামসুল আলমের ছেলে আহত কুতুব উদ্দীনের ভাইপো ছাত্রলীগ নেতা মনন জানান, আমরা কারো রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ করছি না । আমরা আমাদের জায়গায় ঘর নির্মাণ করছিলাম এবং এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাদের এই অভিযোগের যাচাই করে গেছেন । তাছাড়া আমরা প্রশাসনের বিভিন্ন বিভাগ থেকে অনুমতিক্রমে ঘরের কাজ করছি ।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়ালী উদ্দিন বলেন, দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে রবিবার সকালেও দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকে নিবৃত্ত করে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী